ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভুল অপারেশন

তিন ডাক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:০৩, ৭ মে ২০১৭

তিন ডাক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ টিউমার অপারেশনের সময় ভুল করে জরায়ু কেটে ফেলায় বগুড়ায় ৩ চিকিৎসক ও ক্লিনিক মালিকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ শনিবার ডাঃ আশীষ কুমার নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারকৃত ব্যক্তি চিকিৎসক কিনা সে বিষয়টি মেডিক্যাল এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানিয়েছে, চিকিৎসক হিসেবে তার সিল প্যাড পাওয়া গেছে। বগুড়া সদর থানার অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিরা গ্রামের প্রবাসী তছলিম দেওয়ানের স্ত্রী নাছিমা বেগম গত ৮ এপ্রিল কানুছগাড়ি এলাকার শাহসুলতান ক্লিনিক এ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে যান। এর আগে তিনি একজন গাইনি চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু শহরের পালশা খন্দকারপাড়া জুয়েল নামে এক ব্যক্তির প্ররোচনায় তিনি ওই ক্লিনিকে যান। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, সেখানে যাওয়ার পর ক্লিনিকের ডাক্তার এবং অভিযুক্তরা রোগীকে কোন সময় না দিয়েই অপারেশনে রাজি হতে বাধ্য করে। পরে তার অপারেশন করা হয়। পরবর্তীতে নাছিমার সমস্যা না কমে আরও বাড়ে তখন তিনি অন্য এক চিকিৎসককে দেখালে জরায়ু কেটে ফেলার বিষয়টি ধরা পড়ে। সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার নাছিমা বগুড়া সদর থানা পুলিশকে বিষয়টি বিস্তারিত জানায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- হলো পালশা খন্দকার পাড়ার গ্যাদা সরকারের পুত্র জুয়েল সরকার (৩৮), ক্লিনিকের মালিক মোঃ রেজাউল করিম (৪৫), ম্যানেজার এ্যাপোলো (৪৫), ডাঃ আশীষ কুমার, ডাঃ মানবেন্দ্র পাল নিলয়, ডাঃ হাবিবুর রহমান হাবিব, নার্স সাথী ও নার্স শামিমা। এ ঘটনায় বিকেলে বগুড়া সদর থানা পুলিশ ওই ক্লিনিক থেকে চিকিৎসক আশীষ কুমারকে আটক করে। তবে সে সত্যই চিকিৎসক কিনা তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। অভিযুক্তরা শহরের কানুছগাড়ি এলাকায় অবস্থিত শাহসুলতান ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে জড়িত।
×