ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কর্ণফুলী রক্ষায় নৌকাবাইচ

প্রকাশিত: ০৪:২৭, ৭ মে ২০১৭

চট্টগ্রামে কর্ণফুলী রক্ষায় নৌকাবাইচ

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদী রক্ষায় ব্যতিক্রমী নৌকা বাইচের ১১তম আয়োজন শেষ হলো শনিবার। বন্দরকেন্দ্রিক এ নদীটি জাহাজ ও নৌ চলাচলে উপযোগী হলেও কর্ণফুলীকে অবৈধ দখল ও দূষণমুক্ত করা যাচ্ছে না চক্রান্তকারীদের কারণে। ফলে চট্টগ্রামবাসী এসব চক্রান্তকারীদের সমুচিত জবাব দিতে ও অর্থনীতির সঞ্চালক হিসেবে কর্ণফুলীকে টিকিয়ে রাখার অভিযানে নেমেছে। ৮৭ কিলোমিটারের কর্ণফুলী দৈর্ঘ্যে ঠিক থাকলেও প্রশস্ততা নেমে এসেছে অর্ধেকে। নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর সে সুযোগে দখলকারীদের ছোবলে প্রকৃতি নুয়ে পড়েছে সচেতনদের কাছে। শনিবার বিকেলে অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ পর্যন্ত এক কিলোমিটার পথ পাড়ি দেয়ার প্রতিযোগিতায় চলে নৌকা বাইচ। এতে মাত্র ৭ মিনিটে জাহাঙ্গীর আলমের দল চ্যাম্পিয়ন হয়েছে এক কিলোমিটার পাড়ি দিয়ে। রানার্স আপ হয়েছে ইসমত উল্লাহ শাহর দল। দ্বিতীয় রানার্স আপ ঘোষণা দেয়া হয়েছে খাজা গরীবে নেওয়াজের ফেস্টুনে থাকা ফজল মাঝির দল। নৌকা বাইচ উদ্বোধন করেন চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। প্রধান অতিথি বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম। কর্ণফুলী রক্ষায় নৌকা বাইচসহ বিশাল সভার সভাপতিত্ব করেন চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ। বাগমারায় হোমিও চিকিৎসককে নির্যাতন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পূর্ব শত্রুতার জের ধরে কথিত অভিযোগে বাগমারার হোমিও চিকিৎসককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। আনিসুর রহমান নামের হোমিও চিকিৎসকের বিরুদ্ধে কথিত যৌন হয়রানির অভিযোগে তার মাথা ন্যাড়া করে ও মুখে চুনকালি মেখে নির্যাতন করা হয়েছে। ওই অবস্থায় তাকে থানায় সোপর্দ করা হলেও পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আনিসুর রহমানের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। দীর্ঘ ১২ বছর ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাগমারা গ্রামে বসবাস করছেন। তিনি থানা মসজিদের সাবেক ইমামও। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাগমারা গ্রামের হোমিও চিকিৎসক আনিসুর রহমান এক নারীকে উত্ত্যক্ত করেছেন বলে স্থানীয় কয়েকজন অভিযোগ তোলে। এ অভিযোগে তারা আনিসুর রহমানকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এরপর তার মাথা ন্যাড়া করে মুখে রং ও চুনকালি মেখে ভবানীগঞ্জ-মাদারীগঞ্জ সড়কের আধাকিলোমিটার এলাকা ঘোরায়। পরে থানায় সোপর্দ করা হয়। তবে পুলিশ নির্যাতনকারীদের বিরুদ্ধে কোন অভিযোগ না নিয়ে তাকে আটকে রাখে। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতে নারীসহ তাকে হাজির করা হয়। নির্যাতনের এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পিরোজপুরে দুই ব্যবসায়ী নিহত সড়ক দুর্ঘটনা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৬ মে ॥ মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিন যাত্রী। নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলা সদরের মাওলানা আব্দুস সালাম (৭০) ও তৌফিক মিয়া (৬০)। জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মাহেন্দ্র গাড়িটি ভান্ডারিয়ার চরখালী থেকে যাত্রী নিয়ে মঠবাড়িয়া যাওয়ার পথে পাথরঘাটা সড়কে তুষখালী কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। মাগুরায় আরোহী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাতে শালিখা উপজেলার আড়পাড়াÑকালীগঞ্জ সড়কের ধনেশ্বরগাতি ইউপির সিংড়া গ্রামে মোটর সাইকেলের চাপায় বাই সাইকেল আরোহী সূর্যকান্ত বিশ্বাস (৬৬) নিহত হয়েছে। ২০ মণ জাটকা এতিমখানায় নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ মে ॥ কলাপাড়া মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। শুক্রবার সন্ধ্যায় নিশান বাড়িয়া চৌরাস্তা থেকে ট্রাকসহ মাছ আটক করে। জব্দকৃত মাছ কলাপাড়া উপজেলা অফিস চত্বরে নিয়ে শহরের ১৫টি এতিমখানা ও দরিদ্রদের বিলিয়ে দেয়া হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ৭/৮ ইঞ্চি সাইজের ১৪ ডোলে প্রায় ২০ মণ মাছ ঢাকায় পাচার হচ্ছিল। বাজারে রসালো লিচু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাজারে উঠেছে গ্রীষ্মের রসালো ফল লিচু। মধুমাস জ্যৈষ্ঠ না এলেও এ মাসের রসালো ফল লিচু এখন বিক্রি হতে শুরু করেছে। নগরীর বিভিন্ন বাজারে দেখা মিলছে লিচুর। তবে বাজারে আমদানি কম থাকায় লিচুর দাম বেশি। নতুন ফল বাজারে দেখে কেনার আশায় যারা যাচ্ছেন তারা দাম শুনে হতাশ হলেও অনেকে বেশি দামেই কিনছেন। শনিবার সাহেব বাজারে গিয়ে দেখা গেছে, কয়েকজন ব্যবসায়ী লিচুর পসরা নিয়ে বসেছেন। তারা বলছেন, আমদানি কম হওয়ায় দাম বেশি। আমদানি বেড়ে গেলে দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আর অধিক দামের আশায় চাষীরা ছোট আকারের অপরিপক্ক লিচুও আগাম বাজারে তুলছেন বলে জানা গেছে।
×