ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

প্রকাশিত: ০৮:১১, ৬ মে ২০১৭

উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৬টায় ভোটগ্রহণের সমাপ্তি ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজু আহমেদ। নির্বাচন উপলক্ষে শুক্রবার হঠাৎ করেই তারকাদের জমজমাট ভিড়। ভিড় জমিয়ে আড্ডায় বুঁদ হয়েছেন কেউ, আবার ভোট চাইতে ব্যস্ত ছিলেন অনেকে। আর এমন মিলনমেলার মধ্য দিয়েই বাংলাদেশ চলচ্চিত্র সমিতির ভোটগ্রহণ শেষ হলো সন্ধ্যা ছয়টায়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আছেন মিজু আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। বিকেলের দিকে ভোটাদের ভিড় বেশি ছিল। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়। শিল্পী সমিতির স্ট্যাডি রুমে সকাল ৯টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। চলচ্চিত্র শিল্পী সমিতির ৫৮৩ জনের মধ্যে ৪৮৭ জন ভোটার ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে শাকিব খান- মিশা প্যানেলের বিপরীতে প্রতিযোগিতা করেন আহমেদ শরীফ প্যানেল। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন অমিত হাসান। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন মিজু আহমেদ। সদস্য দুজন হচ্ছেন নজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।
×