ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ০৪:২৭, ৬ মে ২০১৭

মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণ করার শাস্তি হিসেবে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সম্প্রতি আপীল করে দেশটির ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। এরপর নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে স্বয়ং মেসিও আপীল করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার লিওনেল মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা। লিওনেল মেসির অশোভন আচরণের প্রমাণ না পাওয়ার কারণেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত হওয়ার জন্য মেসিকে ডেকে পাঠিয়েছিল ফিফা। কিন্তু শুনানিতে নিজে উপস্থিত না হলেও সেখানে ছিলেন মেসির আইনজীবী হুয়ান ক্রেসপো। তার একদিন পরই সুখবর পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। এর ফলে বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরিয়ে রাশিয়ার টিকেট পাওয়ার সম্ভাবনাও অনেকটা উজ্জ্বল হলো আর্জেন্টিনার।
×