ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহৃত ছাত্রীকে ১৫ দিন পরে উদ্ধার

প্রকাশিত: ০৪:০৩, ৬ মে ২০১৭

অপহৃত ছাত্রীকে ১৫ দিন পরে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ মে ॥ বিয়েতে রাজি না হওয়ায় অপহৃত কলেজ ছাত্রীকে (১৮) ১৫ দিন পরে শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ সদস্যরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রেলপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ভাড়াটিয়া নাজিম উদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। জানা গেছে, উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের মজিদ তালুকদারের বখাটে ছেলে রাসেল তালুকদার দীর্ঘদিন ধরে আমতলী সরকারী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু সাড়া দেয়নি ওই ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে একপর্যায় ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় রাসেল। গত ১৯ এপ্রিল বিকেলে ওই ছাত্রী, তার বোন ও ভগ্নিপতি মোঃ ফোরকানকে নিয়ে একই ইউনিয়নের ডাঙ্গারচর গ্রামে বেড়াতে যাচ্ছিল। এ সময় রাসেল তালুকদার (২৭) ও তার ৮ সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে বোন ও ভগ্নিপতিকে মারধর করে ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনা ছাত্রীর বাবা ছেলের বাবাকে জানালে তিনি মেয়েকে ফেরত দেয়ার আশ্বাস দেন। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও তিনি মেয়েকে না পেয়ে ২১ এপ্রিল রাসেল তালুকদারকে প্রধান আসামি করে ৯ জনের নামে আমতলী থানায় অপহরণ মামলা করেন।
×