ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডাক্তার হওয়ার স্বপ্ন দরিদ্র নিপুর

প্রকাশিত: ০৪:০২, ৬ মে ২০১৭

ডাক্তার হওয়ার স্বপ্ন দরিদ্র নিপুর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নিপু বিশ্বাস এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। যশোর সদরের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সে পরীক্ষা দিয়েছিল। এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ২০০ নম্বরের পরীক্ষা দিয়ে সে পেয়েছে ১ হাজার ১৭৫। এত ভাল রেজাল্ট করেও তার সামনে ঘোর অন্ধকার। নিপুর বাবার নাম রণজিৎ বিশ্বাস। ঋষি পরিবারের সন্তান নিপুর বাবা বাঁশের ঝুড়ি তৈরি করে সংসার চালান। প্রতিদিন তার আয় মাত্র ৩০০ টাকা। এই আয় পরিবারের চারজনের সংসার কোন রকম চলে। তাই বিদ্যালয়ের শিক্ষকরা নিপুকে বাড়তি যতœ নিয়ে পড়িয়েছেন। ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা আকতার বলেন, নিপুদের অভারের সংসার। আমরা বিনামূল্যে তাকে খাতা-কলম এবং অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করেছি। কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে তার পরিবার কোন সাহায্য করতে পারবে না। রণজিৎ বিশ্বাস বলেন, ছেলে ভাল ফল করেছে, এতে খুশী, কিন্তু উচ্চ মাধ্যমিক সে কিভাবে পড়বে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। নিপুর মা সাগরিকা বিশ্বাস বলেন, তাদের মাঠে কোন জমি নেই। শুধু ভিটেটুকু আছে। স্বামী বাঁশের ঝুড়ি বুনে বাজারে বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কোন রকম সংসার চালান। এখন নিপুর উচ্চশিক্ষা কিভাবে হবে, তা নিয়ে তিনি চিন্তিত। নিপু জানায়, ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
×