ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৪, ৪ মে ২০১৭

টুকরো খবর

পানির পাইপে ও পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ মে ॥ আত্রাইয়ে পরিত্যক্ত গভীর নলকূপের পানির পাইপে পড়ে রাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম মাঠে ঘটনাটি ঘটে। শিশু রাকিব জামগ্রাম গ্রামের সিদ্দিকুর রহমানের পূত্র। জানা গেছে, বুধবার সকালে শিশু রাকিব তার বাবার সঙ্গে মাঠে ধানকাটা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। তার বাবার ধান কাটার এক পর্যায়ে পাশের জমির পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে চিৎকার করতে থাকে। তার বাবা ছুটে এসে দেখে রাকিব পাইপে পড়ে গেছে। এ সময় স্থানীয় লোকজন শিশু রাকিবকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু রাকিবকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জেলার পোরশায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃতু হয়েছে। শিশুটি ঘাটনগর ইউনিয়নের নিস্কিনপুর গ্রামের আজাহার আলীর ছেলে। বুধবার সকাল ৯টায় সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে সে পানিতে ডুবে মারা যায়। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ট্রেনে কেটে ব্যবসায়ীর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ট্রেনে কাটা পড়ে জালাল দফাদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের শানতলায় ঘটনাটি ঘটে। নিহত জালাল দফাদার যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের খিতিবদিয়া এলাকার বাসিন্দা। জানা যায়, জালাল দফাদার ইটবালির ঠিকাদারি করতেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খাল ইজারা ॥ ছয় গ্রামের মানুষের রোজগার বন্ধ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ মে ॥ ছালাম গাজীর জাল নৌকা ছয় দিন ধরে ঘাটে বাঁধা। পাঁচ জনের সংসারে অচলাবস্থা। হাফেজ প্যাদার স্লুইস সংযুক্ত এ খালে মাছ ধরে যা বিক্রি করতেন তা দিয়েই সংসারের যোগান চলত। এখন বেকার এ জেলে পরিবারটি। গেছে আয়ের পথ বন্ধ হয়ে। নাসির মৃধার (৬০) ভাষায়, এইড্যাইদ্যাই (খাল) খাওয়া-দাওয়া, সব। আবুল হাওলাদারের বক্তব্য এক। সাতদিন আগেও প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ অন্তত হাজার একর আয়তনের খালটিতে মাছ শিকার করে দুই পাড়ের এবং আশপাশের অন্তত তিন হাজার পরিবারের জীবন-জীবিকাসহ আমিষের যোগান মিলত। এখন খালটিতে ইজারাদারের লোকজন এ্যাডওয়ার্ড মৃধা, মামুন হাওলাদার, বাবু মৃধা, মামুন মৃধাসহ কয়েকজন নির্দেশ দিয়ে গেছে খালে কেউ যেন মাছ না ধরেন। বড়শির পাটাতনগুলো শুকিয়ে গেছে। খালে পাটাতন করে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা চালাতেন ১০/১২টি পরিবার। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে বুধবার সকালে পানিতে ডুবে মুনতাসা খানম নামের তিন বছরের শিশু মারা গেছে। সে ওই গ্রামের বাবু হাওলাদারের কন্যা। জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে খেলার ছলে মুনতাসা বাড়ির পুকুরে পড়ে যায়। বেলকুচিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩ মে ॥ নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রশিদ শামীমকে (৪০) গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি।
×