ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সিলোনায় নাদালের দশম শিরোপা

প্রকাশিত: ০৬:২৫, ৩ মে ২০১৭

বার্সিলোনায় নাদালের দশম শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের শুরু পেয়ে গেছেন নাদাল। ক্লে-কোর্ট মৌসুম শুরু হতেই জিতেছেন দুটি শিরোপা। মন্টি কার্লোর পর এবার জিতেছেন বার্সিলোনা ওপেনে। এ কারণেই মর্যাদার গ্র্যান্ডসøাম আসর ফ্রেঞ্চ ওপেনের আগে এটিকে ‘স্বপ্নের শুরু’ হিসেবে অভিহিত করেছেন তিনি। বার্সিলোনায় এটি ছিল এ স্প্যানিশ তারকার দশম শিরোপা। রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সরাসরি ৬-৪, ৬-১ সেটে তিনি হারিয়ে দেন অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে। গত সপ্তাহেই মন্টি কার্লো মাস্টার্স জয় করেন নাদাল। ক্লে-কোর্টের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এ সাবেক বিশ্বসেরা তারকার সেটি ছিল ১০ নম্বর মন্টি কার্লো জয়। এবার বার্সিলোনায়ও জিতলেন ১০ নম্বর বার্সিলোনা ওপেন। আগামী মাসে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। সেখানেও দশম শিরোপা জয়ের সুযোগ। ফরাসী ওপেনে একক আধিপত্য ধরে রাখা এ তারকা ফ্রেঞ্চ ওপেনের অন্যতম ফেবারিট। এ বিষয়ে নাদাল বলেন, ‘টানা দুই সপ্তাহ জয়ের মধ্যে আছিÑ মন্টি কার্লো এবং এখানে। দুটিই আমার কাছে বিশেষ টুর্নামেন্ট। এটা ক্লে-কোর্ট মৌসুমের স্বপ্নময় শুরু। বার্সিলোনায় ১০ বার জেতা আমার কাছে অনেক বড় বিষয়। আমার ক্লাবের মানুষের সামনে জিতেছি সবগুলো। তাই আমি অনেক খুশি এবং দারুণ আবেগী হয়ে পড়েছি।’ নাদাল বার্সিলোনায় ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত একটানা, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত শিরোপা জিতেছিলেন। তবে দুই বছর পর এবার জিতলেন। বার্সিলোনা কোর্টের নাম রাখা হয়েছে নাদালের নামে। এ বিষয়ে নাদাল বলেন, ‘আমি ক্লাব ও এর সদস্যদের অজস্র ধন্যবাদ জানাই আমার নামে কোর্ট দেয়ার জন্য। এটা বিশাল বড় প্রাপ্তি আমার জন্য।’ জাতীয় ভলিবল স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ভলিবল প্রতিযোগিতার সংস্থা অঞ্চলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ক্লাব এবং রানার্সআপ হয়েছে বিজিবি। মঙ্গলবার ছিল আসরের ৬ষ্ঠ ও শেষদিন। সংস্থা অঞ্চলের বাছাইপর্বে তিতাস ক্লাব বিজিবি নিজেদের ৫ ম্যাচের মধ্যে ৪টি আগেই জয় পকেটে জমা রেখেছিল। তাই এদিন আসরের শেষ ম্যাচটিতে ছিল ফাইনালের বিশেষ আমেজ। যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন এমন উত্তেজনার ম্যাচে তিতাস ক্লাব ৩-০ সেটে বিজিবিকে হারায়। দিনের অন্য ম্যাচে আনসার একই ব্যবধানে হারায় ফায়ার সার্ভিসকে। সংস্থা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলই চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেবে। আজ বুধবার থেকে সার্ভিসেস অঞ্চলের বাছাইপর্বের খেলা শুরু হবে।
×