ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমির প্রথম লেগে মুখোমুখি মোনাকো-জুভেন্টাস

প্রকাশিত: ০৬:২১, ৩ মে ২০১৭

সেমির প্রথম লেগে মুখোমুখি মোনাকো-জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ লম্বা সময় ইউরোপা সেরার আসনে শিরোপা জয় করতে পারেনি জুভেন্টাস। এবার সুযোগ এসেছে তুরিনের ওল্ড লেডিদের। চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের সেমিফাইনালে উঠে এসেছে দলটি। তাও আবার কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনাকে বিধ্বস্ত করে। এ কারণেই শিরোপা স্বপ্ন বুনতে শুরু করেছে জিয়ানলুইজি বুফনের দল। এর আগে অবশ্য তাদের কাটতে হবে ফাইনাল মঞ্চের টিকেট। এই লড়াইতেই শামিল হতে যাচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে ফরাসী ক্লাব মোনাকোর মুখোমুখি হচ্ছে জুভেন্টাস। মোনাকোর মাঠ স্টাডে লুইসে হবে ম্যাচটি। দু’দলই ম্যাচটি জেতার প্রত্যয় ব্যক্ত করেছে। শেষ চারের প্রথম লেগের পর আগামী ৯ মে তুরিনে দ্বিতীয় লেগের খেলা হবে। দুই লেগ মিলিয়ে জয়ী দল কার্ডিফে অনুষ্ঠিত ৩ জুনের ফাইনালের টিকেট পাবে। তুরিনে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৩-০ গোলে জিতে সেমিতে এক পা দিয়ে রেখেছিল জুভেন্টাস। ফিরতি লেগে নুক্যাম্পে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এতেই বার্সাকে বিদায় করে সেমিফাইনালে উঠে এসেছে ইতালিয়ান পরাশক্তিরা। দারুণ খেলে শেষ চারের টিকেট পেয়েছে ফ্রান্সের মোনাকোও। শেষ আটের ফিরতি লেগে নিজেদের মাঠে তারা ৩-১ গোলে হারায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথম লেগেও ডর্টমুন্ড থেকে ৩-২ গোলে জিতে এসেছিল ফরাসী ক্লাবটি। দুই লেগ মিলিয়ে তাই ৬-৩ গোলের বড় জয়ে সেমিতে উঠেছে মোনাকো। ১৩ বছর পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সেমিফাইনালের টিকেট কেটেছে ফরাসী লীগ ওয়ানে শিরোপার পথে থাকা দলটি। দারুণ গোছালো ফুটবল খেলছে জুভেন্টাস। ইতালিয়ান দলগুলোর রক্ষণভাগ এমনিতেই দুর্দান্ত। তার ওপর জুভদের আছে আন্দ্রে বারজাগলি, লিওনার্ডো বুনোচ্চি ও জিওর্জিও চিয়েল্লিনির মতো ডিফেন্ডার। যাদের ১৮০ মিনিট কাবু করতে পারেনি বার্সার বিখ্যাত মেসি, নেইমার, সুয়ারেজরা। সেই তুলনায় মোনাকো অনেক খর্বশক্তিরই বলতে হবে। তাদের সবচেয়ে বড় তারকা উরুগুইয়ান ফরোয়ার্ড অধিনায়ক রাদামেল ফ্যালকাও। তবে এই পর্যায়ে এসে কোন দলকেই খাটো করে দেখছেন না জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তিনি বলেন, আমাদের জন্য সব ম্যাচই এখন কঠিন। বার্সাকে হারিয়েছে বলে মোনাকোকে হাল্কাভাবে নেয়ার কারণ নেই। তারাও ভাল খেলে এখানে এসেছে। তাছাড়া নিজেদের মাঠে খেলবে তারা। জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। বার্সাকে বিদায় করার পর এ্যালেগ্রি বলেছিলেন, আনন্দের মাত্রাটা অনেক বেশি। যা ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের খেলোয়াড়দের জন্যই জুভেন্টাসের আনন্দ বহুগুণ বেড়ে গেছে। তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জেই আজ রাতে মাঠে নামছে এ্যালেগ্রির দল। অন্যদিকে শেষ আটের প্রথম লেগে নিজেদের শহরে বোমা হামলার শিকার হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। মোনাকোতে দ্বিতীয় লেগ খেলতে গিয়ে আরেক সমস্যায় পড়েছিল জার্মান ক্লাবটি। ট্রাফিক সমস্যার কারণে টিম হোটেলের সামনেই ২০ মিনিট আটকে ছিল তাদের বাস। খেলাও শুরু হয় পাঁচ মিনিট দেরিতে। এর প্রভাব কিনা বলা মুশকিল। যানজটের ওই সময়ের সঙ্গে মিল রেখেই ২০ মিনিটের মধ্যে যে দুই গোল খেয়ে বসেছিল তারা। শেষ পর্যন্ত ডর্টমুন্ডের বিদায়ঘণ্টা বাজে, আর সেরা চারে আসে মোনাকো। জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে দলটির কোচ লিওনাড্রো জারডিম বলেন, ছেলেরা ভাল খেলেই এ পর্যন্ত এসেছে। আমি বিশ্বাস করি আমাদের ফাইনালে খেলার সামার্থ্য আছে। জুভেন্টাস কঠিন প্রতিপক্ষ তবে নিজেদের মাঠে প্রথম লেগে আমরা জিততে চাই।
×