ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে ॥ মানবাধিকার চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫৪, ৩ মে ২০১৭

বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে ॥ মানবাধিকার চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি আছে, সে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এসব অসহায় নিঃস্ব মানুষদের বাঁচিয়ে রাখতে হলে মানবিক অধিকারগুলো তাদের দিতে হবে। মানবিক অধিকার তার জন্মগত অধিকার। এ অধিকার তাকে দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্নপুর সিটপাড়া গ্রামের শিশু মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বিচার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়া হযরত আলীর বাড়ি পরিদর্শনে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা বলেন।
×