ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ০৪:০৩, ৩ মে ২০১৭

পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২ মে ॥ পাঁচবিবিতে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার বিকেলে পাঁচবিবি-উচাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (৪৫) পাঁচবিবি পৌর এলাকার ফকিরপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে পৌর কমিটির সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ইসলাম মোটরসাইকেলে পাঁচবিবি থেকে একই উপজেলার বাজিতপুর মিশন এলাকায় যাচ্ছিলেন। ধাওয়ায়ইপুর এলাকায় রাস্তায় গর্ত থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে আমিনুল মারা যান। তিনি দুই সন্তানের জনক। দৌলতদিয়ায় দুই আরোহী নিজস্ব সংবাদদাতা রাজবাড়ী থেকে জানান, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন মোটরসাইকেল চালক আব্দুর রশিদ প্রামাণিক (৪২) এবং আরোহী সামসুন্নাহার বেগম (২২)। আব্দুর রশিদ প্রামাণিকের বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের আলম চৌধুরীপাড়ায়। তার পিতার নাম দলিলউদ্দিন প্রামাণিক। আব্দুর রশিদ স্থানীয় কেকেএস এনজিওতে চাকরি করতেন এবং সামসুন্নাহার বেগমের বাড়ি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উভয়েই ঘটনাস্থলে নিহত হন। টাঙ্গাইলে চালক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইল শহর বাইপাসের দরুন এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার দুপুরে দিকে ঘটনাটি ঘটেছে। এলেঙ্গা হাইওয়ে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার শহর বাইপাসের দরুন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ফটিক মিয়া (৪০) নিহত হয়। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লায় ট্রাক্টর চালক নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, হাইওয়ে পুলিশের চেকিংয়ের হাত থেকে পালানোর সময় দ্রুতগামী ট্রাক ও রাস্তায় দাঁড়ানো পুলিশের পিকআপের সংঘর্ষের ঘটনায় তাহের মিয়া নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের পিকআপ ভ্যানের চালক কনস্টেবল সাইদুর। কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অধীন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পিকআপভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, মীরপুর হাইওয়ে পুলিশের একটি দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকায় সোমবার সড়কের ওপরে পিকআপভ্যান রেখে তল্লাশির নামে যানবাহন আটক করছিল। এ সময় পুলিশ একটি ট্রাক্টর আটক করে চালকের সঙ্গে কথা বলছিল। এ সময় পুলিশের চেকিংয়ের হাত থেকে বাঁচার জন্য একটি ট্রাক দ্রুতগতিতে পালানোর সময় পুলিশের পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পিকআপের চালক কনস্টেবল সাইদুর (৩৫) গুরুতর আহত হয় এবং সড়কে দাঁড়ানো ট্রাক্টর চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর গ্রামের তাহের মিয়া (৪৮) মারা যান। সদরপুরে কিশোরী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সদরপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে। আটরশি দরবার শরীফ থেকে বাড়ি ফেরার পথে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ফরিদপুরের কোতয়ালী থানার পশ্চিম গঙ্গাবর্তী গ্রামের তজু মোল্লার মেয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাহিদ্রযোগে পরিবারের লোকজনের সঙ্গে সামনে বসে বাড়ির উদ্দেশে যাচ্ছিল সুমাইয়া। নিহতের বাবা তজু মোল্লা নিজেই মাহিন্দ্র চালিয়ে যাচ্ছিলেন। ওই সড়কে মোড় নিতে গেলে সুমাইয়া গাড়ির চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়। দিনাজপুরে চালক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত হয়েছেন। বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের কদমতলী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভটভটি চালক শাহিন ইসলাম ঘটনাস্থলে মারা যান।
×