ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামেই হবে গভীর সমুদ্র বন্দর ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ এপ্রিল ২০১৭

চট্টগ্রামেই হবে  গভীর সমুদ্র  বন্দর ॥  বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর পূর্তি উপলক্ষে পোর্ট এক্সপো সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, সোনাদিয়ায় মাতারবাড়ি যেখানেই হোক চট্টগ্রামেই হতে হবে গভীর সমুদ্র বন্দর। চট্টগ্রাম অর্থনৈতিক রাজধানী। এ বন্দর দিয়ে দেশের ৯০ শতাংশের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয়। এ বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে এবং তা আরও বাড়াতে হবে। এ বন্দরের কর্মকা-কে আরও গতিশীল করতে হবে। মহেশখালীর মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার রাতে বন্দরের কার শেড চত্বরে অনুষ্ঠিত পোর্ট এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আরও বলেন, বন্দর ব্যবহারকারীরাই চাচ্ছে এ বন্দর ২৪ ঘণ্টা সচল থাকুক। আমিও চাই, সরকারও চায়। জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে সহযোগিতা করবে। তিনি বলেন, বৈদেশিক সাহায্য ছাড়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের টাকায় পদ্মা সেতু হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন জরিপে বাংলাদেশ এখন ৩৩তম ইকোনমি অব দি ওয়ার্ল্ড। বিশ্বব্যাংকের জরিপে এদেশ এখন মধ্যম আয়ের দেশ।
×