ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:২০, ২৯ এপ্রিল ২০১৭

অস্ট্রেলিয়ার হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকিদাতা তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জনকণ্ঠকে গ্রেফতারকৃত তৌসিফের বরাত দিয়ে জানান, তৌসিফ নুরুল হক মান্নান নামের একজনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর আশ্বাস দেয়। এ জন্য তৌসিফ মান্নানের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেয়। কিন্তু মান্নানকে অস্ট্রেলিয়ায় পাঠাতে ব্যর্থ হয়। মান্নান অনবরত তৌসিফের কাছে টাকা চাইতে থাকে। এমন পরিস্থিতি তৌসিফ মান্নানকে ফাঁসিয়ে দেয়ার জন্য পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক তৌসিফ মান্নানের নামে একটি ভুয়া ই-মেইল আইডি খুলে। সেই ই-মেইল থেকে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে মান্নানের নামে ই-মেইল পাঠায়। টাকা না দিলে হাইকমিশন অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এমন হুমকির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী মান্নানকে গ্রেফতার করবে। আদালতের মাধ্যমে মান্নান সাজা পাবে। তৌসিফকে আর মান্নানের পাওনা টাকা পরিশোধ করতে হবে না। তৌসিফ কৌশলে মান্নানের ব্যাংক এ্যাকাউন্ট নম্বর জেনে তা ই-মেইল বার্তার সঙ্গে লিখে দেয়। ওই এ্যাকাউন্টে টাকা পাঠাতে বার্তায় বলা হয়। ঘটনাটি গভীরভাবে তদন্তের পর পুরো বিষয়টি ধরা পড়ে। এরপর মূল অপরাধী তৌফিসকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, হুমকিদাতা মুন্না এন্টারপ্রাইজের নামে জনতা ব্যাংকের একটি এ্যাকাউন্টে টাকা জমা করতে বলেছিল। একটি টেলিফোন নম্বর দেয়া হলেও তাদের বিষয়ে কোন খোঁজখবর করতে নিষেধ করা হয় ই-মেইলে। গত ২৫ এপ্রিল রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২-এ অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে একটি ই-মেইল বার্তা পাঠায়। টাকা না দিলে হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। ওইদিনই গুলশান মডেল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করে অস্ট্রেলিয়ান হাইকমিশন কর্তৃপক্ষ।
×