ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমারকে চায় ম্যানইউ, ছাড়বে না বার্সিলোনা, আজ রাতে ম্যানচেস্টার ডার্বি, মুখোমুখি মরিনহো-গার্ডিওলা

মেসির উৎসব, পার্টি বাতিল রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ এপ্রিল ২০১৭

মেসির উৎসব, পার্টি বাতিল রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ এক এল ক্লাসিকো সবকিছু ওলট-পালট করে দিয়েছে। লিওনেল মেসির জন্য হয়েছে আশীর্বাদ। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য অভিশাপ। ওই ম্যাচটির পর যেন আকাশে উড়ছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। সতীর্থদের সঙ্গে করেছেন দারুণ সব উদযাপন। আর দুঃখ, কষ্টে পার্টি বাতিল করেছেন রোনাল্ডো। এদিকে এক খবরে জানা গেছে, ব্রাজিলিয়ান তারকা নেইমারকে কিছুতেই ছাড়বে না বার্সিলোনা। চলতি মৌসুম শেষে বার্সিলোনা ছাড়বেন কোচ লুইস এনরিকে। কিন্তু স্প্যানিশ এই কোচের চাওয়া দলের সেরা তারকা মেসি যেন তার ক্যারিয়ার কাতালান ক্লাবটিতেই শেষ করেন। রিয়ালের বিরুদ্ধে এল ক্লাসিকোতে যোগ করা সময়ে জয়সূচক গোল করে জার্সি খুলে গ্যালারির দিকে তুলে ধরে উদযাপন করেন মেসি। এই উদযাপনে বার্সার সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের চুক্তি নবায়নের আভাস দেখছেন অনেকে। পাঁচবারের ফিফা সেরা এই ফুটবলারের সঙ্গে কাতালান ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। তবে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে বার্সিলোনার নতুন চুক্তির বিষয়টি অনেকদিন ধরে ঝুলে আছে। এ প্রসঙ্গে এনরিকে বলেন, আমার মত আমি চাই বার্সাতেই সে তার ক্যারিয়ার শেষ করুক। কিন্তু এটা এমন কিছু যার সিদ্ধান্ত মেসিই নেবে। গত মার্চে এনরিকে জানিয়ে দেন, চলতি মৌসুম শেষে বার্সিলোনা ছাড়বেন। তবে চুক্তি নিয়ে না, মেসি বর্তমান সময়টা উপভোগ করছেন। কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর অবস্থা ঠিক তার উল্টো। এল ক্লাসিকোর আগে সপ্তাহটা ভালই কাটছিল সি আর সেভেনের। বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে পাঁচ গোল করে রিয়াল মাদ্রিদকে উঠিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে। তাই দারুণ আত্মবিশ্বাস নিয়েই ক্লাসিকোতে মাঠে নেমেছিলেন পর্তুগীজ সুপারস্টার। কিন্তু সেই তাকেই কিনা দর্শক বানিয়ে সব আলো কেড়ে নিয়েছেন বার্সা তারকা। এই দুঃখে ম্যাচের পর নিজ বাড়িতে পার্টি বাতিল করে দেন সি আর সেভেন। জানা গেছে, বাতিল হওয়া সেই পার্টির মূল উদ্যোক্তা ছিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগুয়েজ। রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের সাত মাস পূর্ণ হওয়ায় ওই পার্টির আয়োজন করেন জর্জিনা। কিন্তু মাঠের খেলায় রোনাল্ডো এতটাই বিপর্যস্ত ছিলেন যে ম্যাচের পর আর পার্টির কথা চিন্তা করতে পারেননি। শুধু তাই নয়, এখন থেকে বড় ম্যাচের পর কোন ধরনের পার্টিতে অংশ নিবেন না বলেও জানিয়েছেন তিনি। এদিকে নেইমারকে পেতে মরিয়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কোনভাবেই ছাড়বে না বার্সিলোনা। আর জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে দলে টানারও কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। কিছুদিন ধরে শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানইউ নেইমারকে দলে পেতে আগ্রহী। ২০২১ সাল পর্যন্ত বার্সিলোনার সঙ্গে চুক্তিবদ্ধ নেইমারের ট্রান্সফার নিয়ে কথা বলেন বার্সার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্ডেজ। তিনি বলেন, তাকে কোনভাবেই বিক্রি করা হবে না। দিবালাকে নিয়ে তিনি বলেন, সে চমৎকার একজন খেলোয়াড়। কিন্তু আমাদের এরই মধ্যে বিশ্বের সেরা তিন ফরোয়ার্ড আছে। তাকে প্রয়োজন নেই। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ম্যানচেস্টার। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ নিয়ে শুরু হয়েছে আগাম উত্তেজনা। দু’টি দলই শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে। তবে চ্যাম্পিয়ন্স লীগের টিকেট পাওয়ার জন্য ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে দু’দলই জিততে চায় ম্যানচেস্টার ডার্বি। এই ম্যাচের মধ্য দিয়ে আরেকবার ডাগআউটে মুখোমুখি হচ্ছেন দুই তারকা কোচ জোশে মরিনহো ও পেপ গার্ডিওলা। মরিনহোর এখনও উয়েফা ইউরোপা লীগ জয়ের সম্ভাবনা আছে। কিন্তু গার্ডিওলার কোর্চিং ক্যারিয়ারে এই প্রথম শিরোপাশূন্য থাকা নিশ্চিত হয়েছে। তবে দু’জনের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেউই হারতে চান না।
×