ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে শিরোপার আরও কাছে চেলসি

প্রকাশিত: ০৬:৪২, ২৭ এপ্রিল ২০১৭

দাপুটে জয়ে শিরোপার আরও কাছে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে চেলসি। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ব্লুজরা ৪-২ গোলে হারিয়েছে অতিথি সাউদাম্পটনকে। লন্ডনের বিখ্যাত স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কোস্টা। এর ফলে তিনি ইপিএলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। লীগে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি আছে চেলসির। এরই মধ্যে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম হটস্পারের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে আছে তারা। টানা হার না হলে এবারের ইংলিশ প্রিমিয়ার লীগ জয়ের পথে আছে এ্যান্টোনিও কন্টের দল। সেটা হলে ২০১৪-১৫ মৌসুমের পর আবারও শিরোপা পুনরুদ্ধার করবে ব্লুজরা। গত আসরে লিচেস্টার সিটির কাছে শিরোপা খুইয়েছিল দলটি। তবে এবার তারা শুরু থেকেই ফেবারিটের মতো খেলছে। পরশু রাতে কোস্টার জোড়া গোলের পাশাপাশি ইডেন হ্যাজার্ড ও গ্যারি কাহিলের গোলে সহজ জয় পেয়েছে চেলসি। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে ব্লুজরা। পাঁচ ম্যাচ হাতে রেখে টটেনহ্যামের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। বাকি পাঁচ ম্যাচের চারটিতে জিতলেই শিরোপা চলে যাবে স্ট্যামফোর্ড বিজে। আর ৭১ পয়েন্ট পাওয়া টটেনহ্যামকে শিরোপা জিততে হলে নিজেদের সব ম্যাচেই জিততে হবে। সেই সঙ্গে অন্তত দুই ম্যাচে হারতে হবে চেলসিকে। ৪০ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন আছে তালিকার নয় নম্বরে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই অতিথি সাউদাম্পটনের ওপর চড়াও হয়ে খেলতে থাকে চেলসি। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দিয়াগো কোস্টার পাসে বল পেয়ে যান ইডেন হ্যাজার্ড। ডি বক্সের ভেতর থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান ফরোয়ার্ড। এরপর সাউদাম্পটনের ওপর চাপ বৃদ্ধি করে চেলসি। তবে এ অর্ধেই সমতায় ফেরে অতিথিরা। ২৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নেন গাব্বিয়াডিনি। এরপর ইতালির এই মিডফিল্ডারের শট রুখে দেন চেলসি গোলরক্ষক। তবে ফিরতি বল জালে জড়ান রমেয়ু ভিদাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় চেলসি। দুর্দান্ত এক বাইসাইকেল কিক থেকে গোলটি করেন গ্যারি কাহিল। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে শুরু হয় কোস্টার ঝলক। ৫৩ মিনিটে চেস ফেব্রিগাসের নেয়া দারুণ এক শটে মাথা ছুঁয়ে গোলটি করেন কোস্টা। এই গোলেই চেলসির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। এরপর টানা আক্রমণ করলেও আর গোল করতে পারছিল না চেলসি। তবে ম্যাচের একেবারে শেষ সময়ে প্রায় একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোল করেন কোস্টা। আর ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) সাউদাম্পটনের রায়ান বারটেন্ড গোল করে হারের ব্যবধান কমান। এই ম্যাচে ইপিএলে ৫০ গোলের মাইলফক স্পর্শ করেছেন কোস্টা। মজার বিষয় হচ্ছে প্রিমিয়ার লীগে খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুইস সুয়ারেজ, দিদিয়ের দ্রগবা ও কার্লোস তেভেজদের মতো তারকাদের চেয়ে কম ম্যাচ খেলে এ মাইলফলক ছুঁয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার। প্রিমিয়ার লীগে এখন ৮৫ ম্যাচে ৫১ গোল ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার কোস্টার। ৫০ গোল করতে সুয়ারেজের লেগেছিল কোস্টার চেয়ে এক ম্যাচ বেশি। রোনাল্ডো, তেভেজ, দ্রগবাদের লেগেছিল আরও বেশি ম্যাচ। ইপিএলে পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন কোস্টা।
×