ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেখ জামালের কাছে হার আবাহনীর

প্রকাশিত: ০৬:৪২, ২৭ এপ্রিল ২০১৭

শেখ জামালের কাছে হার আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ঢাকা লীগে) চতুর্থ রাউন্ডে আবাহনীকে রুখে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে। একইদিন মুমিনুল হক ব্যাটিং ঝড় তুলেছেন। তার ঝড়ো সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরকে ৩৫ রানে হারায় গাজী গ্রুপ। লীগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ। আর কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার বোলিং-ব্যাটিং নৈপুণ্যে ৩ উইকেটে জিতে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী ও শেখ জামালের মধ্যকার হওয়া ম্যাচের দিকেই সবার দৃষ্টি ছিল। সেই দৃষ্টি কেড়ে নিল শেখ জামাল। টানা তিন ম্যাচে জেতা আবাহনীকে চতুর্থ ম্যাচে রুখে দিল শেখ জামাল। জিয়াউর রহমান দুর্দান্ত ব্যাটিং করলেন। একাই অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছেন। তার এ দুর্দান্ত ব্যাটিংয়েই শেখ জামাল জিতল। আগে ব্যাট করে আবাহনী ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৯ রান করে। তানভির হায়দার ৪ উইকেট শিকার করেন। জবাবে শেখ জামাল জিয়াউরের ব্যাটিং তা-বে ৪ উইকেট হারিয়ে ৪৮ ওভারে ২৭০ রান করে ম্যাচ জিতে। বিকেএসপি তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর লড়াই করলেও জিততে পারেনি। গাজী গ্রুপ টানা চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেল। তা সম্ভব হলো মুমিনুল হকের ১৫২ রানের ঝড়ো ইনিংসে। ৫৪ বলে ৫০ রান করেন মুমিনুল। ৮৯ বলেই ১০০ রান করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ১২০ বলে ১৬ চার ও ৬ ছক্কায় ১৫২ রান করে আউট হয়ে যান। তবে এই ইনিংসেই গাজী গ্রুপ জয়ের ভিত গড়ে ফেলে। সঙ্গে নাসির হোসেনের ৬৪ রানে ৪৮.২ ওভারে ৩০৭ রান করে অলআউট হয় গাজী গ্রুপ। ফরহাদ রেজা ৪ উইকেট শিকার করেন। এই রান অতিক্রম করতে গিয়ে নাসিরের (৩/৪০) দুর্দান্ত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রানের বেশি করতে পারেনি দোলেশ্বর। তাতে ম্যাচ জিতে গাজী গ্রুপ। বিকেএসপি চার নম্বর মাঠে ২ বল বাকি থাকতে জিতেছে রূপগঞ্জ। ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দেয়। তাই ২৭ ওভারে খেলা হয়। আগে ব্যাট করে কলাবাগান ৮ উইকেট হারিয়ে ২৭ ওভারে ১৭৭ রান করে। মেহরাব হোসেন জুনিয়র ৭৯ রান করেন। মাশরাফি নেন ২ উইকেট। জবাবে ৭ উইকেট হারিয়ে ২৬.৪ ওভারে ১৭৮ রান করে জিতে রূপগঞ্জ। মাশরাফি শেষ মুহূর্তে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাতেই জয় মিলে রূপগঞ্জের। স্কোর ॥ আবাহনী-শেখ জামাল ম্যাচÑ ফতুল্লা আবাহনী ইনিংস ২৬৯/১০; ৫০ ওভার (মাহমুদুল্লাহ ৬২, লিটন ৬২, শুভাগত ৩২, সাইফউদ্দিন ২৬; তানভির ৪/৪৫)। শেখ জামাল ইনিংস ২৭০/৪; ৪৮ ওভার (জিয়াউর ৭৩*, রাব্বি ৬৩ (রি.হা), প্রশান্ত ৫৭, সোহান ৪৬)। ফল ॥ শেখ জামাল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জিয়াউর রহমান (শেখ জামাল)। গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বর ম্যাচÑ বিকেএসপি-৩ গাজী গ্রুপ ইনিংস ৩০৭/১০; ৪৮.২ ওভার (মুমিনুল ১৫২, নাসির ৬৪, পারভেজ ৫৩; ফরহাদ ৪/৪১, দেলোয়ার ৩/৩৯)। দোলেশ্বর ইনিংস ২৭২/৯; ৫০ ওভার (সামিউল্লাহ ৫৫, অনিক ৫২, ইমতিয়াজ ৪২; নাসির ৩/৪০)। ফল ॥ গাজী গ্রুপ ৩৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মুমিনুল হক (গাজী গ্রুপ)। রূপগঞ্জ-কলাবাগান ম্যাচÑ বিকেএসপি-৪ কলাবাগান ইনিংস ১৭৭/৮; ২৭ ওভার (মেহরাব জুনিয়র ৭৯, মাসাকাদজা ২৯; মাশরাফি ২/৩৬)। রূপগঞ্জ ইনিংস ১৭৮/৭; ২৬.৪ ওভার (মুশফিক ৪৪, জাইদি ৩৭, মাশরাফি ২৩; মুক্তার ২/২৩)। ফল ॥ রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মাশরাফি বিন মর্তুজা (রূপগঞ্জ)।
×