ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে উমর আকমল

প্রকাশিত: ০৬:৪১, ২৭ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে উমর আকমল

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন হার্ডডিটার ব্যাটসম্যান উমর আকমল ও সম্প্রতি নেতৃত্ব হারানো আজহার আলী। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন দু’জন। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও সুযোগ হয়নি তাদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ মিশনে ফেরানো হলো। বাদ পড়েছেন উমর আকমলের ভাই কামরান আকমল। ঘরোয়া পিএসএলে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সম্প্রতি ক্যারিবীয় সফরের ডাক পেয়েছিলেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেখানে রঙিন পোশাকের সবগুলো ম্যাচই খেলেছিলেন। চারটি টি২০তে করেন ৯০ রান। ওয়ানডেতে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৬৮। ফলে ফের বাদ পড়লেন কামরান। নতুন মুখ ফাহিম আশরাফ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার। ফখর জামানও অভিষেকের অপেক্ষায়। উইন্ডিজে চার ম্যাচ সিরিজের তিনটি টি২০ খেলেছেন তিনি। আগামী ৪ জুন বার্মিংহামের চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে পাকিস্তান। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ৭ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। আর ১২ জুন খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে নেই। তাদের পেছনে ফেলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করে। পাকিস্তান দল অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে (২৫ এপ্রিল) একমাত্র ভারত ছাড়া টুর্নামেন্টের বাকি সাত দেশই দল ঘোষণা করল। পাকিস্তান ওয়ানডে দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী ও শাদাব খান। আনসারির আকস্মিক অবসর স্পোর্টস রিপোর্টার ॥ আকস্মিক অবসর নিয়ে নিলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার জাফর আনসারি। মাত্র ২৫ বছর বয়সেই অবসরে গেলেন আনসারি। এই বয়সে অনেকের তো জাতীয় দলে অভিষেকও হয় না। কিন্তু সারে ও ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার জাফর আনসারি মাত্র ২৫ বছর বয়সেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাই বিদায় ঘোষণায় চমকে গেছে ক্রিকেটবিশ্ব। ২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় আনসারির। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইংলিশ দলের অংশ ছিলেন তিনি। অবসরের সিদ্ধান্তকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করে ক্রিকেট ছেড়ে নতুন কিছুতে মনোযোগ দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন আনসারি। আইন পেশায় যোগ দেয়ার ইচ্ছা রয়েছে এই ইংলিশ তারকার। বলেছেন, ‘আমি এখন নতুন ক্যারিয়ার শুরু করব। খুব সম্ভবত আইন পেশায়। সেই লক্ষ্যে আমাকে এখনই কাজ শুরু করতে হবে।’
×