ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে খুলনা দিবস পালন

প্রকাশিত: ০৬:১৮, ২৬ এপ্রিল ২০১৭

নানা আয়োজনে খুলনা দিবস পালন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার ঐতিহ্যের ১৩৫তম বর্ষপূর্তিতে মঙ্গলবার ‘খুলনা দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে নগরীতে র‌্যালিসহ নানা কর্মসূচী আয়োজন করা হয়। সেভেন রিং সিমেন্টের সহযোগিতায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর মজিদ সরণিস্থ উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৯টার দিকে খুলনা দিবসের উদ্বোধন ও পরে নগরীতে র‌্যালি বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা প্রশাসক নাজমুল আহসান, মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে শিববাড়ী মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অপরদিকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অপর অংশ সকাল ১০টায় নগরীর খালিশপুর পিপলস গোলচত্বর সংলগ্ন বিদ্যুত কেন্দ্রের সামনে থেকে র‌্যালি বের করে। র‌্যালিটি নগরীর খালিশপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা বিদ্যুত কেন্দ্রের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি লোকমান হাকিম। উল্লেখ্য, ১৮৮২ সালের ২৫ এপ্রিল তৎকালীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা মহাকুমাকে নিয়ে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়।
×