ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রীর জামিন ফের নামঞ্জুর

প্রকাশিত: ০৬:১৫, ২৬ এপ্রিল ২০১৭

সাবেক প্রতিমন্ত্রীর জামিন ফের নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার আবারও বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন জেলা ও দায়রা জজ আদালতে নামঞ্জুর হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের শুনানিতে অংশ নেন সুপ্রীমকোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীনসহ ঢাকা ও সিরাজগঞ্জের নিযুক্ত তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন নামঞ্জুর করেন। ২০১১ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সায়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ের পাশে খালেদা জিয়ার সমাবেশ চলাকালে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাংচুর হয়। এ ঘটনায় ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির নেতাকর্মীকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়। এই মামলায় গত ১০ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পর পর জুডিশিয়াল আদালতসহ জজ আদালতে তিনবার তার জামিন আবেদন নামঞ্জুর হলো। নাশকতা মামলা ॥ বিএনপির ২৫ নেতাকর্মীর দণ্ড নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে পাঁচ বছর করে কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের কাছে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ মইনুল হাসান ইউসুব এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিল না। দ-প্রাপ্তরা হলোÑ গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন প্রধান, যুগ্ম আহ্বায়ক আবদুল মোন্নাফ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি লিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দিবাশিষ কুমার চাকী কাজল, ছাত্র নেতা জিটু, গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মণ্ডল রতন।
×