ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এত কিছু করেও ওজন কমল না!

প্রকাশিত: ০৬:০১, ২৬ এপ্রিল ২০১৭

এত কিছু করেও ওজন কমল না!

মিসরীয় এক মহিলাকে ভারতে এনে চিকিৎসা করানোর ফলে তার ওজন ‘অর্ধেক কমে গেছে’ বলে ডাক্তারদের দাবিকে উড়িয়ে দিয়েছেন ওই নারীর বোন। এমান আবদ এল আতি নামের ওই নারীকে ‘বিশ্বের সবচেয়ে ভারি মহিলা’ বলা হতো। তার ওজন পাঁচ শ’ কেজি। চলতি বছর তাকে মুম্বাইয়ে সাইফি হাসপাতালে অস্ত্রোপচার করানো হয়। এর পর গত সপ্তাহে ডাক্তাররা দাবি করেন আতির ওজন ২৫০ কেজি কমে গেছে। কিন্তু তার বোন শায়মা সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেনÑ ডাক্তারদের এ দাবি একদমই মিথ্যা। ওই ভিডিওতে শায়মা বলেছেন, ডাক্তাররা যত দাবি করছেন তার ওজন তত কমেনি এবং তার বোন এখনও নড়াচড়া করতে বা কথা বলতে পারেন না। গত সপ্তাহে মুম্বাইয়ের ডাক্তাররা ভিডিও ফুটেজ প্রকাশ করেন যাতে দেখা যায় যে আতি বিছানার ওপর উঠে বসেছেন এবং ফেব্রুয়ারি মাসে ওই হাসপাতালে আসার পর থেকে তার ২৫০ কেজি ওজন কমেছে। তবে শায়মা বলছেন, মুফাজ্জল লাড়কাওয়ালা নামের যে ডাক্তার তার বোনের অপরেশন করেছেন; তিনি আগে ও পরে আতির ওজন নেননি। তিনি বলেন, তার কাছে ওজন কমার কোন প্রমাণ থাকলে তা হাজির করা হোক। শায়মা বলেন, তার বোনের দেহে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক নয়। তিনি মুখে খাবার খেতে পারছেন না, টিউবে করে তাকে খাবার দেয়া হচ্ছে। এদিকে ডাঃ লাড়কাওয়ালা অবশ্য শায়মার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এক টুইটে লেখেন, শায়মা আপনি মানবতাকে হত্যা করেছেন। আমি আতির চিকিৎসা চালিয়ে যাব। হাসপাতালের এক মুখপাত্র বলেছেন, সোমবার আতির ওজন নেয়া হয়েছে এবং তার ওজন এখন ১৭২ কেজি। সূত্রÑ বিবিসি
×