ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাবের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০০, ২৬ এপ্রিল ২০১৭

র‌্যাবের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ পরিবার, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তায় নিবেদিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৪ এর ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করে এই এলিট ফোর্স। প্রতিষ্ঠার পরপরই এই ফোর্স জঙ্গী, চরমপন্থী ও সন্ত্রাস দমনে ব্যাপক অভিযান চালিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে। প্রথম দিকে নিজস্ব ব্যাটালিয়নের সাংগঠনিক কর্মকা- ও বিশেষ করে স্ব স্ব এলাকা সম্পর্কে গোয়েন্দা তথ্য আদান-প্রদানেই সীমিত থাকে কর্মকা-। তারপর প্রথম অপারেশনাল দায়িত্ব পায় ২০০৪ সালের (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠান রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থার। একই বছর ২১ জুন থেকে র‌্যাব ফোর্সেস পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে। এবার কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠানসূচী। প্রতিবছর ২৬ মার্চ থেকে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করা হয়। এবারও সেভাবেই র‌্যাব সদর দফতরে নিজস্ব নবনির্মিত প্যান্ডেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি ছিল। কিন্তু এরই মাঝে দুর্ভাগ্যবশত র‌্যাবের এক চৌকস ও জনপ্রিয় কর্মকর্তার শাহাদত বরণের ঘটনায় সব কিছু এলোমেলো হয়ে পড়ে। সিলেটে জঙ্গীদের বোমা হামলায় চৌকস গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল আবুল কালাম আজাদ নিহত হবার পর শোকাহত হয়ে পড়ে র‌্যাবের প্রতিটি সদস্য। এমন এক শোকাচ্ছন্ন পরিবেশে র‌্যাব সদর দফতরে আজ সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, দেশের এলিট ফোর্স হিসেবে র‌্যাব সদস্যগণের পেশাদারিত্ব ও দৃঢ় মনোভাব দেশের আইন- শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাসন প্রতিষ্টায়সহ একটি স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় চিহ্নিত সন্ত্রাসী, জঙ্গী ও চরমপন্থী দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকের অপব্যবহার ও বিস্তাররোধ খুবই গুরুত্বপূর্ণ। র‌্যাবের সদস্যগণ ইতোমধ্যেই আইনশৃখলা রক্ষায় উঁচু পেশাদারিত্ব মনোভাব ও দক্ষতার পরিচয় দিয়ে জনমনে আস্থা স্থাপনে সক্ষম হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে র‌্যাবের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসহ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‌্যাব। জঙ্গী, চরমপন্থী ও সন্ত্রাস দমন, সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জলদস্যু,বনদস্যু, মাদকদ্রব্য উদ্ধার ও ভেজাল বিরোধী অভিযানে র‌্যাবের ভূমিকা সর্বমহলে প্রশংসিত। এ জন্যই র‌্যাবের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় র‌্যাবকে আধুনিক সরঞ্জাম ও প্রযুুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে ‘বাংলাদেশ আমার অহঙ্কার’ চেতনায় উজ্জীবিত হয়ে র‌্যাব আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের উন্ন্য়ন ও স্বার্থবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করবে- এ আমার প্রত্যাশা।
×