ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

হালিমাকে আত্মহত্যায় প্ররোচনাকারী পুলিশ কর্মকর্তার বিচার দাবি

প্রকাশিত: ০৬:০০, ২৫ এপ্রিল ২০১৭

হালিমাকে আত্মহত্যায় প্ররোচনাকারী পুলিশ কর্মকর্তার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুর থানা পুলিশের কনস্টেবল হালিমা বেগমকে আত্মহত্যায় বাধ্যকারী পুলিশের এসআই মিজানুল ইসলাম ও তার সহযোগীদের বিচার দাবি করেছে হালিমার পরিবার ও তার স্বজনেরা। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় হালিমার পরিবার। সম্মেলনে অভিযোগ করা হয়, আত্মহত্যার আগে হালিমাকে থানা ব্যারাকের ভেতর ধর্ষণ করে গৌরীপুর থানার এসআই মিজানুল হক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ধর্ষণ ঘটনার বিচার চেয়ে পায়নি হালিমা। উল্টো এসআই মিজানুলের সহকর্মী এসআই রিপন, খালেকুজ্জামান ও হাসান হালিমাকে নিয়ে হাসি ঠাট্টাসহ বিদ্রুপ করে ও অশালীন কথা বলে। সহকর্মীদের এমন আচরণ ও অপমান সইতে না পেরে ২ এপ্রিল বিকেলে থানা ব্যারাকের ভেতর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় হালিমা। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে নেয়ার পথে মারা যায় হালিমা। এর আগে ময়মনসিংহ মেডিক্যালের জরুরী বিভাগের সামনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে হালিমা তার আত্মহত্যার পথ বেছে নেয়ার বৃত্তান্ত বলে যায়। এছাড়া আত্মহত্যার আগে হালিমা ডায়েরি ও চিরকুটেও আত্মহত্যার কারণ লিখে যায়। পরিবারের অভিযোগ, গৌরীপুর থানা পুলিশ হালিমার অভিযোগটি যদি গুরুত্ব সহকারে দেখত তাহলে হয়তবা আত্মহত্যার পথ বেছে নিত না হালিমা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হালিমার বাবা বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আকন্দ। চাঁপাইয়ে পৃথক মামলায় ২ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পৃথক দুটি মামলায় সোমবার দুইজনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এক নারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করেন। আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৬ নবেম্বর শিবগঞ্জ উপজেলার ধাইনগর গ্রামের শামসুলের ছেলে আব্দুল মালেক বামুনগাঁ গ্রামের এক মেয়ে বাড়ির পাশে নদীতে পানি আনতে গেলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় তার মা রেহেনা বেগম শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অপর এক মামলায় একই আদালত ৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করে। ২০১৩ সালের ২৪ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আমনুরা বাজার পাড়ায় মৃত ফজলুর রহমানের ছেলে রাসেলের বাড়িতে অভিযান চালায়।
×