ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যাকাউন্টে ব্যালান্স কম হলে জরিমানা

প্রকাশিত: ০৫:৪০, ২৩ এপ্রিল ২০১৭

এ্যাকাউন্টে ব্যালান্স কম হলে জরিমানা

খবরটা শুনে চমকে উঠলেও এটাই সত্য। এখন থেকে ব্যাংকের সেভিংস এ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকলে জরিমানা করবে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। আর চলতি মাস থেকেই তা কার্যকর করা শুরু করেছে তারা। এরই মধ্যে ব্যাংকের শাখাগুলোকে বিভিন্ন অঞ্চলে ভাগ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। যেমন মেট্রো বা বড় বড় শহরে গ্রাহকের সেভিংস এ্যাকাউন্ট থাকলে কমপক্ষে ৫০০০ টাকা ব্যালান্স থাকতে হবে। শহর এলাকায় সেভিংস এ্যাকাউন্টের জন্য সর্বনিম্ন ব্যালান্স ৩০০০ টাকা এবং গ্রামীণ এলাকার জন্য কমপক্ষে ব্যালান্স রাখতে হবে ১০০০ টাকা। এর কম ব্যালান্স হলে নগর এলাকায় ৫০-১০০ টাকা জরিমানা দিতে হবে। আর গ্রামীণ এলাকায় জরিমানা গুনতে হবে ২০-৫০ টাকা। সম্প্রতি দেশটির স্টেট ব্যাংক অব বিকানির ও জয়পুর, স্টেট ব্যাংক অব হায়দরাবাদ, স্টেট ব্যাংক অব মহিশূর, স্টেট ব্যাংক অব পাতিয়ালা, স্টেট ব্যাংক অব ত্রিবাঙ্কুর এবং ভারতীয় মহিলা ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এর মধ্যদিয়ে বিশ্বের বৃহত্তম ৫০টি ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ব্যাংকটি। বর্তমানে এর ৪১ লাখ কোটির ব্যালান্স শিট, ২ লাখ ৭৭ হাজার কর্মী, ৫০ কোটি গ্রাহক, সাড়ে ২২ হাজারেও বেশি শাখা এবং ৫৮ হাজার এটিএম বুথ রয়েছে।-ওয়েবসাইট
×