ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর আরও ১০২ পাইলের ডিজাইন অনুমোদন

প্রকাশিত: ০৭:৫২, ২২ এপ্রিল ২০১৭

পদ্মা সেতুর আরও ১০২ পাইলের ডিজাইন অনুমোদন

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর আরও ১০২ পাইলের চূড়ান্ত ডিজাইন অনুমোদন করা হয়েছে। ১৭ পিলারের ৬৮ পাইলের অনুমোদন পত্র সংশ্লিষ্টরা বৃহস্পতিবার হাতে পেয়েছেন। এর আগে আরও ৯ পিলারের ৫৪ পাইলের ডিজাইন অনুমোদন করা হয়। এ নিয়ে সেতুর নদীর ৪০ পিলারের মধ্যে ২৬ পিলারের চূড়ান্ত ডিজাইন অনুমোদন হলো। বাকি ১৪ পিলারের ডিজাইন চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। এছাড়া মূল সেতুর দু’পারের দুটি টানজিশন পিলারের মধ্যে জাজিরা প্রান্তের পিলারটির ১৬টি পাইলের অনুমোদন আগেই হয়েছে এবং ইতোমধ্যে ১২টি পাইলই স্থাপন করা হয়েছে। তবে মাওয়া প্রান্তের টানজিশন পিলারের অনুমোদনও চূড়ান্ত পর্যায়ে। জাজিরা প্রান্তের টানজিশন পিলারের কাছ শেষেই মাওয়াটির কাজ শুরু হবে। এছাড়া নদীতে ৪০ পিলারের ২৪০টি পাইলের মধ্যে ৫৪টি পাইল স্থাপন করা হয়েছে। জাজিরা প্রান্তের ভায়াডাক্টের (সংযোগ সেতু) ১৯৩টি পাইলের মধ্যে ৮২টি পাইল স্থাপন হয়েছে। এদিকে মূল সেতুর বিয়ারিঙের টেস্ট দেখতে এখন চীনে অবস্থান করছেন পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক কামরুজ্জামান এবং সংশ্লিষ্ট পরামর্শক কোরিয়ান রবার্ড এভস। তারা ২০ এপ্রিল চীনে পৌঁছেছেন। ফিরবেন ২ মে। এই বিয়ারিঙের টেস্ট দেখতে ২৭ এপ্রিল এই দলে আরও যোগ দিচ্ছেন পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের প্রধান জামিলুর রেজা চৌধুরী এবং বিশেষজ্ঞ শামিমুজ্জামান বসুনিয়া। শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের নেতৃত্বে ৫৫ সদস্যের একটি দল পদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করেন।
×