ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াই শ’ কেজি ওজন কমেছে আতির

প্রকাশিত: ০৬:০৭, ২২ এপ্রিল ২০১৭

আড়াই শ’ কেজি ওজন কমেছে আতির

অস্ত্রোপচারের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভারি মিসরীয় নারীর ওজন ২৫০ কেজি কমিয়ে ফেলা হয়েছে। ইমান আব্দ এল আতি নামের এই মিসরীয় নারীর পরিবার বলছে তার ওজন ছিল ৫০০ কেজি, ফলে সে বিগত ২৫ বছর ধরে ঘর থেকেই বের হতে পারত না। দুই মাস আগে আতিকে মুম্বাইয়ের সাইফি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়। ডাঃ মুফাজ্জল লাকদাওয়ালার নেতৃত্বে একদল চিকিৎসক অস্ত্রোপচার প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। ডাঃ লাকদাওয়ালা বলেন, এরই মধ্যে বেশ দ্রুত আতির ওজন কমার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শৈশবে একটি স্ট্রোক হওয়ার কারণে তার শরীরের অর্ধেকটা এখনও প্যারালাইজড। ফলে পেশীর সংকোচনজনিত ঝামেলার আশঙ্কা থেকে যাচ্ছে কিছুটা। অতিরিক্ত ওজনের কারণে ইমান আব্দ আল আতি নানারকম অসুখে ভুগছিলেন। ৫০০ কেজি ওজনের এই নারী হাঁটাচলা তো দূরের কথা, নড়াচড়াও করতে পারছিলেন না। ৩৬ বছর বয়সী এই নারীর অবস্থা যখন আশঙ্কাজনক তখন তিনি ভারতের মুম্বাইয়ে অস্ত্রোপচার করাতে আসেন। জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। এলিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত হওয়ার কারণেই সারা শরীর ফুলতে শুরু করে তার। Ñবিবিসি অবলম্বনে
×