ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগোচ্ছে ॥ দুদু

প্রকাশিত: ০৫:৫৬, ২২ এপ্রিল ২০১৭

বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগোচ্ছে ॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি পা পা করে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগামী নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। ওই নির্বাচনে বিএনপি জয়ী হতো যদি ওয়ান-ইলেভেনের মধ্য দিয়ে একটি ভারত আশ্রিত শক্তি না থাকত। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ বিরোধী দলে বসবে। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ৫ জানুয়ারির মতো নির্বাচনের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দুদু বলেন, ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে সেগুলো জাতীয় সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় সেগুলো গোলামির চুক্তি হিসেবে মানুষের মনে গেঁথে যাবে। কারণ, সংবিধানে অন্য দেশের সঙ্গে যে চুক্তি হবে তা সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ কথায় কথায় দেশের উন্নয়নের কথা বলে। কিন্তু তারা যদি এত উন্নয়ন করে থাকে তাহলে আগাম নির্বাচন দেয় না কেন দেশের মানুষের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। ভারত থেকে আসা পানির ঢল ও অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনার হাওড় অঞ্চলে সাম্প্রতিক বন্যা প্রসঙ্গে দুদু বলেন, সেখানে এক ধরনের মড়ক লেগে গেছে। হাঁস থেকে শুরু করে মাছের মৃত্যু এবং প্রাকৃতিক যে বিপর্যয় দেখা দিয়েছে, হয়ত তা মহামারী আকারে মানুষের মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। হাওড়াঞ্চলে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তারপরও ত্রাণমন্ত্রী ও ত্রাণ সচিব গিয়ে উপহাস ও মানবতাবিরোধী কথাবার্তা বলেছেন। আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
×