ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৮ জুন আগাম নির্বাচন

যুক্তরাজ্যে এমপিদের সমর্থন পেলেন টেরেসা মে

প্রকাশিত: ০৭:৫৩, ২০ এপ্রিল ২০১৭

যুক্তরাজ্যে এমপিদের সমর্থন পেলেন টেরেসা মে

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে আগামী ৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠানে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেয়েছেন। হাউস অব কমন্সের অধিবেশনে বক্তব্য রাখার পর ৬৫০ আসনের পার্লামেন্টে মে পেয়েছেন ৫২২ জন আইনপ্রণেতার ভোট। প্রস্তাবের বিপক্ষে পড়েছে মাত্র ১৩ ভোট। পার্লামেন্ট এ সমর্থন দেয়ার পরপরই শুরু হয়ে যায় নির্বাচনী প্রচারাভিযানও। যদিও মে মাসের আগে পার্লামেন্ট ভাঙছে না। খবর এএফপি ও বিবিসির। টেরেসা মে গত মঙ্গলবার সবাইকে অবাক করে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। ব্রিটেনের বর্তমান সংসদের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত থাকলেও মে এ বছর ৮ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য পার্লামেন্টে প্রস্তাব রাখেন। তার এ সিদ্ধান্তকে সমর্থন করে বিবিসিকে মে বলেছিলেন, অনেক অনিচ্ছা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে তিনি মন বদলেছেন। বিবিসি রেডিও ফোর’স টুডে কে তিনি বলেন, কোন রাজনীতিবিদই কেবল এই একটি কারণে নির্বাচন করতে চায় না এবং এটি করতে গেলে ঝুঁকি আছে। কিন্তু তারপরও দৃঢ়কণ্ঠে মে বলেছিলেন, তিনি ব্রিটিশ জনগণকে বিশ্বাস করেন; আর এ কারণেই তিনি জনগণকেও তার ওপর আস্থা রাখার অনুরোধ জানাচ্ছেন।
×