ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাবনায় প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা দখলমুক্ত

প্রকাশিত: ০৫:৫৬, ২০ এপ্রিল ২০১৭

পাবনায় প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা দখলমুক্ত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ এপ্রিল ॥ বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবক্তা প্রমথ চৌধুরীর পৈত্রিকভিটা দখলমুক্ত হয়েছে। জায়গাটি দীর্ঘদিন স্থানীয় কয়েকজনের দখলে ছিল। বুধবার দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩ একর জায়গায় নির্মিত কাঁচাপাকা মিলিয়ে ১৮টি বসতবাড়িসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ‘উচ্ছেদ নথিতে জেলা প্রশাসক অনুমোদন দেয়ার পর অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য পরপর ৫ বার নোটিস দেয়া হয়েছে। এরপরেও তারা স্থাপনা না সরালে সরকারী সকল প্রকার উচ্ছেদ প্রক্রিয়া মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস ছিল পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তার পূর্বপুরুষগণ ছিলেন বরেন্দ্র এলাকার ব্রাহ্মণ জমিদার। বিখ্যাত এ সাহিত্যিকের পৈত্রিক নিবাস দখল করে বসতঘরসহ বেশকিছু স্থাপনা নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন ওই এলাকার কয়েকজন দখলদার। লেখকের পৈত্রিক নিবাস দখলমুক্ত করতে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন আন্দোলন গড়ে তোলে এবং সম্প্রতি তারা মানববন্ধন করে এবং পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর কাছে স্মারকলিপি দেন। এ ব্যাপারে দৈনিক জনকণ্ঠে দুটি প্রতিবেদনও ছাপা হয়। জেলা প্রশাসক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিলে বুধবার জায়গাটি দখলমুক্ত হয়। এ ব্যাপারে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবির রঞ্জু জানান, দীর্ঘদিন আন্দোলনের পর জায়গাটি দখলমুক্ত হলো। যুবককে নির্যাতন ॥ শরণখোলা আওয়ামী লীগ মুখোমুখি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় আলোচিত ইউপি চেয়ারম্যানের সামাজিক বিচারের নামে যুবকের পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় উপজেলা আওয়ামীল লীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। ঘটনার সমর্থন ও প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে দুই পক্ষ। ওই ঘটনায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন মহিউদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে আওয়ামী লীগের একপক্ষ (কামাল গ্রুপ) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে শরণখোলা প্রেসক্লাব চত্বরে সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামালউদ্দিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন- সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, জাহাঙ্গীর কবীর বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ প্রমুখ।
×