ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত আহত ২২

প্রকাশিত: ০৫:২৯, ২০ এপ্রিল ২০১৭

দিনাজপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত আহত ২২

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২৩ শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত শ্রমিক রঞ্জনা রানী রায় বুধবার বিকেল ৫টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণে ২৩ শ্রমিক আহত হন। বিস্ফোরণের পর পর দিনাজপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ২৩ জনকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে বিকেল ৩টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের পরিচয় জানা যায়নি। বয়লার অপারেটরের দায়িত্বহীনতার কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। বয়লারের সেফটি নজেল কাজ না করায় বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে মিলের ক্ষতিগ্রস্ত মালামাল ছিটকে পড়ে। পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী ও সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম এবং চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন ও সাধারণ সম্পাদক সারওয়ার আশফাক লিয়ন ঘটনাস্থলে ছুটে আসেন।
×