ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০ হিজড়াকে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:০১, ১৯ এপ্রিল ২০১৭

৫০ হিজড়াকে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদফতরের উদ্যোগে স্থানীয় ৫০ জন হিজড়াকে দুই মাসব্যাপী বিউটিশিয়ান এবং সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের পুর্নবাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রতিটি হিজড়ার হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ সনদ তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখন, অতিরিক্ত জেলা প্রশাসক ছারোয়ার হোসেন ও সিভিল সার্জন ডাঃ এহসানুল হক প্রমুখ। বইমেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কিশোর ও তারুণ্যকে জ্ঞান এবং মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণীকক্ষের পাশে বইমেলায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে নগরীতে তিনদিনের ‘কৈশোর-তারুণ্যে বই’ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন কৈশোর-তারুণ্যের বইয়ের নির্বাহী কমিটির আহ্বায়ক তুষার আব্দুল্লাহ। বক্তারা বলেন, যে বই আনন্দ যোগায় স্বপ্ন দেখায় এমনি ধরনের বই শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে এ বইমেলার আয়োজন। আর বই হলো সবচেয়ে বড় বন্ধু। এর মধ্য দিয়ে তারুণ্য বিকশিত হবে এটাই কামনা। মেলায় উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ প্রধান শিক্ষক এস এম বদরুজ্জামান প্রমুখ।
×