ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:০০, ১৯ এপ্রিল ২০১৭

মাদারীপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ এপ্রিল ॥ সড়ক দুর্ঘটনায় ফাঁসি, যাবজ্জীবন কারাদ-, ২০ লাখ টাকা জরিমানার প্রতিবাদ ও মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলার সকল শ্রমিক অংশ নেন। এ সময় সড়ক দুর্ঘটনায় ফাঁসি, যাবজ্জীবন কারাদ-, ২০ লাখ টাকা জরিমানার প্রতিবাদ ও মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সরকারের সজাগ দৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় কারাদ- ও অর্থদ- কমিয়ে আনতে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন। শ্রমিকদের দাবি পূরণ না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফায়েজুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নু, সহকারী লাইন সেক্রেটারি রেজাউল শরীফ প্রমুখ। নারায়ণগঞ্জে দুই জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির দুই সদস্য গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোÑ কুমিল্লার তিতাস এলাকার আব্দুর রহমান ওরফে সোহেল ও দাউদকান্দির ফয়সাল আহেমদ। গ্রেফতারকৃতরা নিহত জঙ্গী সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুর রহমান ও ফয়সাল স্বীকার করে যে, তারা ৬-৭ এপ্রিল কুমিল্লা ও নারায়ণগঞ্জ এলাকা হতে গ্রেফতারকৃত জেএমবি সদস্য এবং তাদের পরিকল্পিত নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারাও সংগঠনের বিবিধ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত।
×