ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন ॥ চেয়ারম্যান হলেন যারা

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ এপ্রিল ২০১৭

ইউপি নির্বাচন ॥ চেয়ারম্যান হলেন যারা

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বেসরকারীভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন- মির্জাপুর বিজয়ী চেয়ারম্যানরা হলেন লতিফপুর ইউপিতে মোঃ জাকির হোসেন (আওয়ামী লীগ), ভাওড়ায় মোঃ আমজাদ হোসেন (আওয়ামী লীগ), আজগানায় রফিকুল ইসলাম সিকদার (আওয়ামী লীগ), তরফপুরে সাইদ আনোয়ার (বিএনপি) ও ফতেপুর ইউনিয়নে আ. রউফ মিয়া (স্বতন্ত্র), বহুরিয়াতে আব্দুস ছামাদ (বিএনপি)। মাদারীপুর বিজয়ীরা হলেন-রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নে হাবিবুর রহমান (স্বতন্ত্র) আমগ্রামে জাহিদুর রহমান টিপু (স্বতন্ত্র) খালিয়ায় হামিদুল শাহ-আলম (স্বতন্ত্র) বদরপাশা ইউনিয়নে সাবিনা আক্তার মিরু (আওয়ামী লীগ), কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নে রেহানা বেগম (স্বতন্ত্র) এবং এনায়েতনগর শহিদুল্লাহ মারুফ (আওয়ামী লীগ)। ফটিকছড়ি ভুজপুর ইউনিয়নে আওয়ামী লীগের ইব্রাহীম তালুকদার, আবদুল্লাহপুরে আওয়ামী লীগের অহীদুল আলম জয়ী হন। ফরিদপুর আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানগণ হলেন, কামালদিয়া ইউপিতে হাবিবুল বাসার, ডুমাইন ইউপিতে খুরশিদ আলম মাসুম ও মেঘচামী ইউপিতে হাসান আলী খান। আড়পাড়া ইউপি চেয়্যারম্যান হিসেবে বিএনপির জাকির হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেনাউল ইসলাম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ এপ্রিল ॥ শতভাগ স্যানিটেশনের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের নিভৃত পল্লীর ৩৯৬ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সদর উপজেলার বেগুনবাড়ী বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী উপকার ভোগীদের হাতে ১টি সøাব ও ৬টি রিং করে মোট ৩৯৬টি সøাব ও ২৩৭৬টি রিং তুলে দেন। বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে জনসমাবেশ ও আলোচনা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বনি আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম। মরা গরুর মাংস বিক্রি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় মরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে দুই কসাই আটক হয়েছে। নাটোরের লালপুর সীমান্তে মরা গরু জবাই করে সোমবার সকালে বাঘা মাজার গেটে বিক্রির সময় পুলিশ তাদের আটক করে। এরা হলো, রতন (২৫) ও সারোয়ার (৩০)। পুলিশ জানায়, নাটোরের লালপুরের দুড়দুড়িয়া গ্রামের আব্দুল মান্নান কসাই রবিবার একটি গরু কিনে বাড়িতে রাখলে আকস্মিকভাবে রাতে গরুটি মারা যায়। এরপর ওই গরু জবাই করে বাঘার দুই কসাইয়ের মাধ্যমে সোমবার সকালে বিক্রি শুরু করে। তবে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ সেখানে হানা দিয়ে মরা গরুর মাংস জব্দ ও দুই কসাইকে আটক করে। দুই কসাইয়ের বাড়ি উপজেলার গাওপাড়া ও দক্ষিণ মিলিক বাঘা গ্রামে।
×