ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামপালে শহীদ মিনার ভাঙ্গার অভিযোগ ॥ মানববন্ধন ক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ এপ্রিল ২০১৭

রামপালে শহীদ মিনার ভাঙ্গার অভিযোগ ॥ মানববন্ধন ক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালের এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার কর্মচারীর বিরুদ্ধে শহীদ মিনার ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। শহীদ মিনার ভাঙ্গার ঘটনায় স্থানীয় লোকজন, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। জানা গেছে, ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন এবং বিদ্যালয়ের দফতরি আল-আমিনের বিরুদ্ধে বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙ্গার অভিযোগ ওঠে। এলাকাবাসীর অভিযোগ, ১২ এপ্রিল ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আল-আমিনকে শহীদ মিনারটি ভেঙ্গে ফেলতে দেখেন। এ সময় তারা সেখানে গিয়ে কেন শহীদ মিনারটি ভেঙ্গে ফেলা হচ্ছে তা জানতে চায়। তখন দফতরি আল-আমিন বলে প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন শহীদ মিনারটি ভেঙ্গে ফেলতে বলেছেন। তারা আরও বলেন, প্রধান শিক্ষক যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য। এই ঘটনায় জড়িত শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনও করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার চাই। এ ঘটনায় রবিবার বিকেলে বিদ্যালয় মাঠে মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের জমিদাতা অলিউর রহমান, ইউপি সদস্য আবু তাহের শেখ, অভিভাবক আজিজুল শেখ, শিক্ষার্থী অভিষেক অধিকারী, বিদ্যালয়ের এসএমসি সভাপতি শেখ মোশারেফ হোসেন, পিটিএ সভাপতি শেখ ওলিয়ার রহমান প্রমুখ। এ বিষয়ে ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, শহীদ মিনারটি জরাজীর্ণ হয়ে গেছে। কিছু অংশ ভেঙ্গেও গিয়েছিল। শহীদ মিনারটি সংস্কার করতে হবে। বনপাড়ায় পোপীয় সম্মাননা প্রাপ্তকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ এপ্রিল ॥ উত্তরাঞ্চলের বৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়ায় ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে জনহিতকর কর্মকা-ের স্বীকৃতি স্বরূপ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অনন্য সম্মানসূচক পোপীয় সম্মাননা প্রো-ইকলিসিয়া এট পোন্টিফাইচ পদকপ্রাপ্ত গাব্রিয়েল কস্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বনপাড়া ক্যাথলিক গির্জা মাঠে খ্রিস্টান পালকীয় পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভা, ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা, বিশেষ অতিথি বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান।
×