ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গঙ্গার মতো তিস্তা চুক্তিও করবে আওয়ামী লীগ ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:২৭, ১৮ এপ্রিল ২০১৭

গঙ্গার মতো তিস্তা চুক্তিও করবে আওয়ামী লীগ ॥ ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিএনপি-জামায়াত জোট সংবিধানে শূন্যতা সৃষ্টি করতে ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশ নালিশ পার্টি (বিএনপি) নির্বাচনে না গিয়ে নানা রকম নালিশ করে বেড়াচ্ছে। ৫৯৬ জনের বিশাল কমিটি করেছে। আন্দোলনের ডাক দিয়ে সবাই ঘরে বসে থাকে। ভয়ে বাইরে বের হতে পারে না। ৫৯৬ জনের ৯৬ জনও বাইরে বের হয় না। এখন আবার শুরু হয়েছে ভারত কেন আওয়ামী লীগকে ভালবাসে, প্রধানমন্ত্রীকে সম্মান দেয়। দেশের মানুষকে সম্মান দেয়। আসলে তিস্তার পানি নিয়ে নয়, তাদের গাত্রদাহ হচ্ছে প্রধানমন্ত্রীকে কেন সম্মান দেখানো হলো। গঙ্গার পানিচুক্তি আওয়ামী লীগ করেছে। তিস্তার পানিচুক্তিও আ’লীগ করবে। নালিশ করে যেনতেন করে বিএনপির ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের পাশে থাকে। উন্নয়ন করে। জনগণ আ’লীগকে ভোট দেয়। তিনি বলেন, বিএনপি নেত্রীকে জনগণের কাছেই নালিশ করতে হবে। তিনি যতই নালিশ করুন না কেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনে মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আ’লীকে জয়যুক্ত করবে। মুজিবনগর দিবসের আলোচনা আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম জিয়া আপনি মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। দেশে জঈবাদ মাথাচাড়া দিয়ে উঠছিল। সরকার কঠোরহস্তে তা দমন করছে। দেশের মানুষও জঙ্গী দমনে সহায়তা করছে। ’৯৬-৯৭ সালে আমরা দেশের সব সন্ত্রাসীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। আর কোন সন্ত্রাসবাদ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা অর্জন করে আবারও ক্ষমতায় আসবে। সঠিক সময়ে নির্বাচন হবে। বিএনপিকে ওই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেন, জিয়াউর রহমান ছিল পাকিস্তানের এজেন্ট। সে মুক্তিযোদ্ধা ছিল না। দেশে জ্বালাও-পোড়াও করে বিএনপি দেশ ধ্বংস করতে চেয়েছিল, পারেনি। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিরোধ করবে। সরকার দেশের উন্নয়ন করছে। দেশের মানুষ আওয়ামী লীগের ওপর আস্থাশীল। কোন ষড়যন্ত্রেই কাজ হবে না। তিনি অভিযোগ করে বলেন, দেশকে পাকিস্তান বানাতে চায় বিএনপি। তারা এখনও সক্রিয়। কিন্তু কোন দেশবিরোধী ষড়যন্ত্রেই কাজ হবে না। এর আগে সকাল সাড়ে দশটায় মুজিবনগর আম্রকাননে গিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলীয় নেতৃবৃন্দ। ১০টা ৪৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ওবায়দুল কাদের। এরপর পুলিশ, বিজিবি, আনসার, স্কাউট, গার্ল গাইড ও স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবন্দ।
×