ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

সড়ক পরিবহন আইন সংশোধন দাবি

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ এপ্রিল ২০১৭

সড়ক পরিবহন আইন সংশোধন দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সড়ক পরিবহন আইনে পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থপরিপন্থী ধারা রয়েছে উল্লেখ করে আগামী এক মাসের মধ্যে সংশোধনী না আনলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ট্রাক মালিকদের ১৪টি সংগঠনের সমন্বয়ে গড়া বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশন। রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, নতুন আইন অনুযায়ী মালিক ও শ্রমিকদের পক্ষে গাড়ি চালানো সম্ভব হবে না। বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব আবু মুজাফফর বলেন, আমরা চাই সরকার এ আইনে সংশোধনী আনুক। আমরা ধর্মঘট ডেকে সরকারকে বিব্রত করতে চাই না। তবে মালিক ও শ্রমিকের স্বার্থপরিপন্থী আইন সংশোধিত না হলে যদি গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় তাতে কিছুই করার থাকবে না। সংবাদ সম্মেলন থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন কর ৫শ’ থেকে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার, প্রাইম মুভার ও ট্রেইলার রেজিস্ট্রেশনের আওতায় এনে একই নম্বরে করা, ওভারলোড নিয়ন্ত্রণের নামে স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, বিআরটিএ আইনের জটিলতা নিরসন, প্রাইম মুভার ট্রেইলরের প্রতিশ্রুতি টার্মিনাল বাস্তবায়ন, পণ্যবাহী পরিবহনের বাম্পার, হুক, সাইডারি ও এঙ্গেল না খোলা, যত্রতত্র ডকুমেন্ট চেকিংয়ের নামে পুলিশী হয়রানি বন্ধ এবং বন্দর থেকে পণ্য বুঝে নিতে মালিক পক্ষের প্রতিনিধির প্রবেশ সহজীকরণ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সড়ক পরিবহন শিল্প ধ্বংসের পেছনে অনেকগুলো কারণের মধ্যে বিআরটিএর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর চরম দুর্নীতি, ট্রাফিক ব্যবস্থায় অব্যবস্থাপনা, স্থানে স্থানে গাড়িয়ে থামিয়ে চাঁদাবাজি, পণ্যবোঝাই গাড়ি অপহরণ অন্যতম। তারা বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরিবহন মালিকরা এক্ষেত্রে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু বর্তমান অবস্থায় মুনাফা তো দূরের কথা, পুঁজি তুলে আনাও কঠিন হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জহুর আহমেদ, ফেডারেশন নেতা জয়নাল আবেদিন, আবুল হাশেম, জাফর আহমেদ, গোলাম রসুল, চৌধুরী জাফর আহমদ প্রমুখ।
×