ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ ‘ঝাড়ুয়ারবিল গণহত্যা’ দিবস

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ এপ্রিল ২০১৭

আজ ‘ঝাড়ুয়ারবিল গণহত্যা’ দিবস

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৬ এপ্রিল ॥ ১৭ এপ্রিল রামনাথপুর ইউনিয়নের ‘ঝাড়ুয়ারবিল গণহত্যা’ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে সেখানে সহস্রাধিক শিশু নারী পুরুষকে হত্যা করে। তাজা প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সেই স্মৃতি স্তম্ভে সোমবার সকালে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে, শহীদদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনটি উদযাপন উপলক্ষে ইতোমধ্যে বধ্যভূমি সংরক্ষণ কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন বধ্যভূমি সংরক্ষণ কমিটির সদস্য অধ্যাপক মেছের উদ্দিন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে কালের সাক্ষী ঝাড়ুয়ারবিলে সহস্রাধিক নিরীহ শিশু নারী ও পুরুষকে জড়ো করে ব্রাশফায়ার ও গুলি চালিয়ে হত্যা করে পাক হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী। সন্তানহারা শত শত মায়ের দীর্ঘশ্বাস কালের নীরব সাক্ষী হয়ে থাকলেও দেশের মানুষ এতদিন জানতে পারেনি ওই গণহত্যার কাহিনী। অবশেষে বর্তমান সরকারের সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহযোগিতায় ২০১৪ সালের ১৭ এপ্রিল নির্মাণ করা হয় একটি স্মৃতি স্তম্ভ। উপজেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে রামনাথপুর ইউনিয়নে ঝাড়ুয়ারবিল বধ্যভূমি ও পদ্মপুকুর এলাকায় নির্মিত হয় ২৬ ফুট উচ্চতার পাশাপাশি দুটি স্মৃতিস্তম্ভ। যার মাঝখানে রয়েছে লাল-সবুজের বৃত্ত। ৮০ ফুট প্রস্থ ও ১২০ ফুট দৈর্ঘ্য এলাকা জুড়ে স্তম্ভটি এখন বদরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী অধ্যাপক মেছের উদ্দিন বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বর্তমানে ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াত নেতা রংপুর আলবদর বাহিনীর কমান্ডার এটিএম আজহারুল ইসলামের নির্দেশে দিনাজপুরের পার্বতীপুরের বাচ্চু খাঁ এবং কামরুজ্জামানের সহযোগিতায় বর্বর পাক হানাদারদের সঙ্গে নিয়ে ঝাড়ুয়ারবিল ও পদ্মপুকুরে গণহত্যা চালায়।
×