ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হতাশার ড্র বেয়ার্ন মিউনিখের

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ এপ্রিল ২০১৭

হতাশার ড্র বেয়ার্ন মিউনিখের

স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিন পরই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। তারপরও পূর্ণ শক্তির দল নিয়েই বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামে বেয়ার্ন মিউনিখ। কিন্তু লেভারকুসেনের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১০ জনের দলে পরিণত হওয়া লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে দ্বিতীয় স্থানে থাকা লিপজিগ। এর ফলে দুই দলের পয়েন্ট ব্যবধানটাও কমে গেছে আটে। জার্মান বুন্দেসলিগায় শনিবার আসলে রাজত্ব করেছে সব স্বাগতিক দলই। স্বাগতিক হিসেবে খেলতে নেমে এদিন জয়ের স্বাদ পেয়েছে মেইঞ্জ, বরুশিয়া ডর্টমুন্ড, অগসবার্গ, হোফেনহেইম এবং উল্ফসবার্গও। বেয়ার্নের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটেই দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টিন জেডভাজ। এরপরের ৩১ মিনিটে দশ জনের দল নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে গেছে স্বাগতিকরা। কিন্তু তাও কোন গোল করতে পারেনি বেয়ার্ন। এতে হতাশা প্রকাশ করেছেন বেয়ার্ন মিউনিখের জার্মান স্ট্রাইকার থমাস মুলারও। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমরা যে ভাল খেলিনি ঠিক তা নয়, বুধবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারের পর এই ম্যাচে দলের সবারই মনোভাব খুব ভাল ছিল। কিন্তু যে সুযোগ আমরা মিস করেছি তা প্রকৃতপক্ষেই ভয়াবহ। বুন্দেসলিগায় আমরা বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও ম্যাচটা জিততে না পারাটা খুবই দুর্ভাগ্যজনক। ম্যাচটা জিততে না পারায় আমরা সকলেই চরম বিরক্ত। গোল করতে না পেরে আমি নিজেও খুব বিরক্ত।’ শুরুর একাদশে কিন্তু বেশ পরিবর্তন দেখা যায় বেয়ার্ন শিবিরে। অধিনায়ক ফিলিপ লাম, জাবি এ্যালনসো, আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি এবং ইনজুরিতে ভুগতে থাকা জেরোমি বোয়াটেংকে ছাড়াই দল সাজান বেয়ার্নের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বেয়ার্ন মিউনিখের বল দখলে ছিল ৭২ শতাংশ। শুধু তাই নয়, গোলপোস্টে ২১টি শট করেছেন সফরকারীরা। কিন্তু তারপরও প্রতিপক্ষের জালে কোন গোল করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচে ড্র করায় ২৯ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে অবস্থান করছে বেয়ার্ন। সমানসংখ্যক ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চলতি মৌসুমের চমক লিপজিগ। শনিবার নিজেদের মাঠে লিপজিগ ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ফ্রেইবার্গকে। দিনের অন্য ম্যাচগুলোতে বরুশিয়া ডর্টমুন্ড ৩-১ গোলে এইনট্রাক্টকে, অগসবার্গ ২-১ গোলে এফসি কোলনকে, হোফেনহেইম ৫-৩ ব্যবধানে গ্ল্যাডবাখকে এবং উল্ফসবার্গ ৩-০ ব্যবধানে রীতিমতো উড়িয়ে দেয় ইঙ্গলস্ট্যাডকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবারই মাঠে নামবে বেয়ার্ন মিউনিখ। মিউনিখে প্রথম লেগে ২-১ গোলে হারায় এই ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই। ম্যাচটিও হবে রিয়ালের মাঠে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রবার্ট লেভানডোস্কিকে খেলানোর সম্ভাবনার কথা ভাবছেন কার্লো আনচেলত্তি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দলের তিনজন খেলোয়াড় এখন ইনজুরিতে ভুগছে। তবে লেভানডোস্কির ফিট হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। বাকি দুইজনের জন্য আমরা অপেক্ষা করব। দেখা যাক কি হয়?’ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন বেয়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভানডোস্কি। সবধরনের প্রতিযোগিতায় ইতোমধ্যেই ৩৮ গোল করেছেন তিনি। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লীগেই রয়েছে তার সাত গোল। তাই স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে খেলানোর পরিকল্পনা করছেন এই ইতালিয়ান কোচ। তবে প্রথম লেগে হেরে গেলেও আশা ছাড়ছেন না কার্লো আনচেলত্তি।
×