ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাই ইন্ডিয়ান্সের চতুর্থ জয়

প্রকাশিত: ০৬:৩২, ১৭ এপ্রিল ২০১৭

মুম্বাই ইন্ডিয়ান্সের চতুর্থ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার দিনের প্রথম খেলায় গুজরাট লায়ন্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্রেন্ডন ম্যাককুলাম (৪৪ বলে ৬৪) ও দিনেশ কার্তিকের (২৬ বলে ৪৮*) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রানের স্কোর গড়ে গুজরাট। অধিনায়ক সুরেশ রায়না আউট হন ২৮ রান করে। জবাবে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহে আসরের চমক নীতিশ রানা (৩৬ বলে ৫৩), রোহিত (২৯ বলে ৪০*) ও কাইরেন পোলার্ডের (২৩ বলে ৩৯) ম্যারাথন ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ইংলিশ তারকা জস বাটলারের ব্যাট থেকে আসে ২৬ রান। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই ডোয়াইন স্মিথকে (০) হারায় গুজরাট। কিন্তু এরপরই দলকে খেলায় ফেরান ম্যাককুলাম এবং অধিনায়ক রায়না। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন। রায়না ২৯ বলে ২৮ রান করে হরভজন সিংয়ের ঘূর্ণিতে ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাককুলাম। মালিঙ্গার একমাত্র শিকার হওয়ার আগে তিনি ৪৪ বলে ৬ চার এবং ৩ ছক্কায় ৬৪ রান সংগ্রহ করেন। পঞ্চম উইকেটে আবারও ৫৪ রানের জুটি। এবার দায়িত্বে ঈশান কিশান (১১) এবং দিনেশ কার্তিক। তারকাবহুল মুম্বাইয়ের বোলিং ছিল নখদন্তহীন। নির্ধারিত ওভার শেষে ২৬ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কার্তিক। জেসন রয়ও ৭ বলে ১ চার ১ ছক্কায় ১৪* রান করেন। মুম্বাইর হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মিচেল ম্যাকক্লিঘান। আর ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেয়া ‘বৃদ্ধ’ হরভজন সিং সবচেয় কৃপণ বোলার। তবে বোলারদের মধ্যে মালিঙ্গাই সবচেয়ে বেশি খরুচে। ৪ ওভার বল করে ১২.৭৫ গড়ে ৫১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ৩টি করে চার এবং ছক্কা হজম করতে হয়েছে এই গ্রেটকে।
×