ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রশ্ন বি চৌধুরীর- কে বড় মমতা না মোদি

প্রকাশিত: ০৮:১৭, ১৬ এপ্রিল ২০১৭

প্রশ্ন বি চৌধুরীর- কে বড় মমতা না মোদি

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর দিল্লী অভিযাত্রার সময় সবাই তিস্তার পানির জন্য চাতক পাখির মতো তাকিয়েছিলাম। মমতা রাজি হননি। তাই মোদি দিলেন না। প্রশ্ন, কে বড়? দিল্লী না কলকাতা। মমতা না মোদি? শুক্রবার বিকেলে বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে বিকল্পধারার কুড়িল বিশ^রোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল, মঞ্জুর রাশেদ, মাহফুজুর রহমান, জানে আলম হাওলাদার, ড. নোমান, আইনুল হক, ওবায়েদুর রহমান মৃধা, বিএম নিজাম, মাওলানা মোঃ কবীর হোসেন, আমিনুল ইসলাম বুলু ও ভুদেব চক্রবর্তী। আলোচনা শেষে দলীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বি চৌধুরী বলেন, টিভিতে দেখলাম মমতা বলেছেন, ‘আমাদের তিস্তার জল নেই, কোথা থেকে দেব’। তিস্তার বদলে ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ এমন চারটি খালসম নদী দেখিয়ে দিলেন। প্রশ্ন হলো, তিস্তাতে ‘জল’ যদি নাই-ই থাকে তবে ওটা বাংলাদেশকে দিতে বাধা কোথায়? বি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দিল্লী সফরের পর সাম্প্রতিক কিছু বক্তব্যে বেশ কিছু অস্পষ্টতা ও গরমিল দেখা যাচ্ছে। তারই সরকারের আমলে হাইকোর্ট প্রাঙ্গণে সেই গ্রীক নারী মূর্তির বিপক্ষে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ‘বলেছেন, দেখতে সুন্দর না ওই মূর্তি সরিয়ে ফেলাই ভাল।’ বিকল্পধারার প্রধান বলেন, যেই হেফাজতের অনুষ্ঠান ব্যর্থ করার জন্য এই সরকার রেল, বাস, লঞ্চ বন্ধ করে তাদের হাঁটা লাখ লাখ তৃষ্ণার্তকে পানি খাওয়ানোর সমালোচনা করেছেন। আজকে তাদের দাবিগুলো মেনে নিলেন। গ্রীক মূর্তির অপসারণ করার কথা বলেছেন। এগুলো নির্বাচনমুখী সমর্থন আদায়ের প্রচেষ্টা কি-না রাজনৈতিক মহল এটা ভাবতে শুরু করেছে? বি চৌধুরী বলেন, আমরা শান্তি-শৃঙ্খলা, সুশাসন এবং গণতন্ত্রের অবমুক্তি দেখতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবর্তন লক্ষণীয়, এটা ঠিক; তবে সমালোচনার কিছু নেই। যেহেতু এটা এক ধরনের রাজনৈতিক দাবার চাল, নির্বাচনের প্রাক্কালে এগুলো হয়েই থাকে। তিনি প্রশ্ন করে বলেন, তা হলে নির্বাচন কি অতি আসন্ন?
×