ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ধু হওয়ার নামে কেউ প্রভু হতে চাইলে মানব না ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:৪২, ১৬ এপ্রিল ২০১৭

বন্ধু হওয়ার নামে কেউ প্রভু হতে চাইলে মানব না ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ সব মানুষের ঘরে নববর্ষের আনন্দ পৌঁছেনি মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ কষ্টে আছে। তিনি বলেন, ক’দিন আগে বৃষ্টি ও বাইরে থেকে পানি এসে আমাদের হাওড় অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। সেজন্য গরিব কৃষকদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। তাদের সাহায্য করতে হবে, তারা যেন এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারে। বিএনপি চেয়ারপার্সন শুক্রবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের অঙ্গ সংগঠন জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না মন্তব্য করে খালেদা জিয়া বলেন, উন্নয়নের নামে দেশের অভ্যন্তরে ঢুকে অনেকেই বাংলাদেশকে দুর্বল করতে চায়। আমরা তা মেনে নিতে পারি না। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধু হওয়ার নামে প্রভু হতে চায় সেটা আমরা কখনও মেনে নেব না, মানব না। কারও প্রভুত্ব দেশের মানুষ স্বীকার করবে না। গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজন। প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তি এবং সমঝোতা স্মারক প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা সাহস করে শুধু একটা কথা বলতেই পারতেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা দেন, তাহলে আমি সমঝোতা করব, আর তা না হলে করব না। এটা বললে আমরা সবাই তার পাশে থেকে সাহস ও সমর্থন জানাতাম। কিন্তু তিনি বেড়িয়ে এসেছেন কিন্তু নিজের দেশের মানুষের স্বার্থের কথা, মানুষের অধিকারের কথা বলতে পারেননি। দলের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আজকে প্রয়োজন ঐক্যের, প্রয়োজন শান্তির, প্রয়োজন কল্যাণের। আসুন বাংলা নতুন বছরে শপথ করি, দেশের মানুষের দুঃখ-দুদর্শা দূর করব এবং জনগণের কল্যাণ করব। নববর্ষ যেন দেশের মানুষের মনের সত্যিকারের প্রত্যাশা পূরণ করতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই উন্নয়ন, আমরা চাই প্রতিটি মানুষের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ। খালেদা জিয়া বলেন, নববর্ষ যেন দেশের মানুষের মনের সত্যিকারের প্রত্যাশা পূরণ করতে পারে। গণতন্ত্র ও জনগণের কল্যাণে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণ ও জাতীয় ঐক্যে বিশ্বাস করে। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন সম্ভব। আমরা দেশ থেকে বিদায় করব সন্ত্রাস, গুম-খুন-হত্যা ও জঙ্গী হামলা। বিদায় করব নানা রকম ষড়যন্ত্র। এসব বিদায় করে দেশে প্রতিষ্ঠা করব শান্তি ও সুশাসন। বিএনপি চেয়ারপার্সন বলেন, বাংলাদেশে যখন ৮ কোটি লোক ছিল নিজেরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজকে ১৬ থেকে ১৭ কোটি লোক ঐক্যবদ্ধ, তাদের কারোর সাহায্যের প্রয়োজন নেই। কারও প্রভুত্ব দেশের মানুষ স্বীকার করবে না। খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা দেখে অনেকে এগিয়ে আসতে চায় অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। আমরা বলতে চাই, সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধু হওয়ার নামে প্রভু হতে চায় সেটা মানব না।
×