ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সড়কে হত দুই

প্রকাশিত: ০৫:২২, ১৪ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে সড়কে হত দুই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় বাস-টেম্পো সংঘর্ষে দুজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা হলেন এয়াকুব আলী (৪৫) ও মোহাম্মদ মমতাজ (৪৪)। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম-পরিচয় জানা গেছে তারা হলেন শাহীন, আনোয়ার হোসেন, আজিজুল হক, কালু আহমেদ, খোরশেদ মাঝি এবং আবদুল আজিজ। আহত অপর এক যুবকের পরিচয় অজ্ঞাত। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সৈয়দপুরে ট্রলি শ্রমিক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সড়ক দুর্ঘটনায় সৈয়দপুরে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি শ্রমিক ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শহরের বাইপাস সড়কের ধলাগাছ ম্যাচ ফাক্টরির সামনে। নিহত জাহিদুল ইসলাম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকার ভুল্লিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাস টার্মিনালগামী বালুভর্তি ট্রলিটি ওই স্থানে পৌঁছলে ট্রলির শ্রমিক জাহিদুল হঠাৎ চলন্ত ট্রলি থেকে পড়ে গিয়ে ওই ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। মাগুরায় ট্রাক্টর চালক নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে ট্রাক্টর চাপায় ওই ট্রাক্টরের চালক খায়রুল (৩০) নিহত হয়েছে। নিহত খাযরুল উক্ত গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। পুলিশ জানায়, নিহত ট্রাক্টর চালক খায়রুল তার ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় চাকায় ময়লা জমে গেলে তা পরিষ্কার করার সময় গিয়ারে চাপ পড়ে যায়। ফলে ট্রাক্টরটি তাকে চাপদিয়ে চলতে শুরু করলে ঘটনাস্থলে সে মারা যায়। ভালুকায় কোম্পানি প্রতিনিধি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার কাঁঠালী সানিরমোড়ে বৃহস্পতিবার বিকেলে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক কোম্পানি প্রতিনিধি নিহত হয়েছেন। জানা যায়, ঘটনার সময় দেলোয়ার হোসেন ওই এলাকায় দোকানে কোকারিজের মালামাল সরবরাহ করছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী ফার্নিচার ভর্তি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত দেলোয়ার হোসেন ত্রিশাল উপজেলার বাবুপুর গ্রামের জমসেদ আলীর ছেলে। মুন্সীগঞ্জে ৭ যাত্রী আহত স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজংয়ে লেগুনা উল্টে ৪ কিশোর-কিশোরীসহ ৭ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শিমুলিয়া ঘাটের কাছে শিমুলিয়া টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিমুলিয়া ভাঙার কাছে ঘাটগামী একটি লেগুনা দ্রুতগতিতে টার্ন নিতে গিয়ে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় লেগুনাটি উল্টে গিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে লেগুনা যাত্রী জমিলা, রোজিনা, বদরুল ও বারেকসহ ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত কাছের শিমুলিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দৌলতপুরে ২০ যাত্রী আহত নিজস্ব সংবাদদাতা দৌলতপুর কুষ্টিয়া থেকে জানান, যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মহিষকু-ি-কুষ্টিয়া সড়কের তারাগুনিয়া শালিমপুরে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত হোন্ডায় মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, এক হাতে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল আর অন্য হাতে কানে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে লাশ হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার এক ব্যক্তি। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান তিনি। নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৪০)। তিনি উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাসির উদ্দিন এক হাতে মোটরসাইকেলের হ্যান্ডেল ও অন্য হাতে মোবাইল ফোন কানে ধরে কথা বলতে বলতে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে আসছিলেন। কালিয়াকৈরে কলেজছাত্র স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় অপর আরোহী এক পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন (২২) কালিয়াকৈর উপজেলার চর বাজার এলাকায় সামসুল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক এনামুল হক সারোয়ার আহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের হাড়ভাঙ্গা এলাকার আব্দুল সোবাহানের ছেলে এবং মনিকগঞ্জে কর্মরত পুলিশের কনস্টেবল। নীলফামারীতে গৃহবধূ স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, অন্তঃসত্তা শিল্পী রানী রায়ের (২২) আর ডাক্তার দেখানো হলো। তার আগেই ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল। সেই সঙ্গে শিল্পীর ৭ মাস গর্ভের সন্তানটিও মারা গেল। এ ঘটনায় শিল্পীর স্বামী পুলিশ কনস্টবল মানিকচন্দ্র রায় (২৬) গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে নীলফামারী-ডোমার সড়কের জেলা সদরের পলাশবাড়ি কলেজের সামনে।
×