ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই শ’ টাকার জন্য ভাইবোনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৩:৫৩, ১৩ এপ্রিল ২০১৭

দুই শ’ টাকার জন্য ভাইবোনকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১২ এপ্রিল ॥ বাউফলের নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামে বুধবার সকালে পাওনা টাকার জন্য ছিদ্দিকুর রহমান ও তার বড় বোন জাহানারা বেগমকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ভাইবোনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ছিদ্দিকুর রহমানের কাছে ওই গ্রামের মুদি দোকানি নয়ন তালুকদার দুইশ’ টাকা পাওনা ছিল। ঘটনার দিন সকাল ৯টার দোকানি নয়ন পাওনাদার ছিদ্দিকুর রহমানের কাছে টাকা চাইলে তিনি পারিবারিক সমস্যা দেখিয়ে টাকা পরিশোধের জন্য আরও কয়েক দিন সময় চান। এতে দোকানি নয়ন ক্ষুব্ধ হয়ে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে নয়ন ও তার বড় ভাই সোহাগ তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ খবর পেয়ে ছিদ্দিকের বড় বোন জাহানারা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১২ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিদ্যুত প্লান্টের মালামাল সরবরাহের টাকা ভাগ-বাটোয়ারা কেন্দ্র করে মঙ্গলবার রাতে সদর উপজেলার সয়দাবাদের পূর্বাসন এলাকায় আওয়ামী লীগের দ’ুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয়পক্ষের ইউপি সদস্য সেলিমসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতরা হলেন,পুঠিয়াবাড়ী মহল্লার হেলাল উদ্দিন, রাজাপুরের মোতালেব হোসেন, জেলহক, মজনু, পঞ্চসোনার নুর ইসলাম,আব্দুল্লাহ ম-ল, বনির, হারেশ মোল্লা ও মিন্টু, ধানবান্দি মহল্লার ইরা চৌধুরী, সয়দাবাদের আঃ মান্নান,পূর্নবাসনের সোহেল,ইউপি সদস্য সেলিম ও আলমগীর। পুলিশ জানান, গত রবিবার সংঘর্ষের ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে আবারও সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করে দু’পক্ষের সমর্থকরা। চাঁদাবাজি ॥ প্রধান শিক্ষককে কিল-ঘুষি নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ এপ্রিল ॥ পহেলা বৈশাখের অনুষ্ঠানে চাঁদা দিতে অস্বীকৃতি করায় লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানকে কিল-ঘুষি মেরে আহত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষকের মুখে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে। কামরুজ্জামানকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামান জানান, বুধবার সকালে শিক্ষক মিলনায়তনে এসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নামে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন। এদিকে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, কয়েক শিক্ষার্থী বুধবার প্রধান শিক্ষকের কাছে ৩০০ টাকা দাবি করলে এ টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি। বিষয়টি জানার পর আমি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে টাকা দিতে অনুরোধ করি।
×