ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ফুটবল টিমের বাসে বিস্ফোরণ

প্রকাশিত: ০৮:৫৫, ১২ এপ্রিল ২০১৭

জার্মানিতে ফুটবল টিমের বাসে বিস্ফোরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দলের বাসে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক খেলোয়াড় সামান্য আহত হন। মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে বাসে করে খেলোয়াড়রা স্টেডিয়ামে যাচ্ছিলেন। বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙ্গে যায়। খবর বিবিসি অনলাইনের। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হাতে আঘাত পাওয়ায় স্পেনের মার্ক বার্ত্রাকে হাসপাতালে পাঠানো হয়। এক টুইট বার্তায় দলটি জানায়, খেলোয়াড়রা নিরাপদ আছেন। স্টেডিয়াম বা এর আশপাশে কোন নিরাপত্তা শঙ্কা নেই। পুলিশ জানায়, শহরের বাইরে হোয়েস্টেনে বাসে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। স্টেডিয়ামে আসা দর্শকদের নিয়ে কোন রকম হুমকি বা নিরাপত্তাজনিত শঙ্কা ছিল না। পুলিশ আরও জানায়, বাসের দুই জায়গা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে একজন আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
×