ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকির অভিযোগে ১৬ হাজার পিস ডিজিটাল মিটার জব্দ

প্রকাশিত: ০৮:৩৪, ১২ এপ্রিল ২০১৭

শুল্ক ফাঁকির অভিযোগে ১৬ হাজার পিস ডিজিটাল মিটার জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আইসিডি বন্দর কমলাপুর থেকে শুল্কায়ন পরবর্তী অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকির অভিযোগে ১৬ হাজার পিস ডিজিটাল মিটার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানোর পর শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সাংবাদিকদের জানান, আমদানিকারক ইস্ট সান চায়না থেকে “লোডেড পিসিবি অব সিঙ্গেল ফেজ এনার্জি মিটার” নামে পার্টস ঘোষণায় পণ্য চালানটি আমদানি করেন। সিএ্যান্ডএফ এজেন্ট সুবর্ণ ট্রেড এ্যাসোসিয়েট আমদানিকারকের পক্ষে বিল অব এন্ট্রি নম্বর ৮৭০৬ দাখিল করেছেন। এছাড়া ওই পণ্য আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পরিশোধিত শুল্ক কর দুই লাখ ৩৩ হাজার ৪৭৫.৮৮ টাকা।
×