ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

র্আতিয়া মহল উন্মুক্ত, ভবনে উঠছেন মালিক ও ভাড়াটিয়ারা

প্রকাশিত: ০৫:৪১, ১২ এপ্রিল ২০১৭

র্আতিয়া মহল উন্মুক্ত,  ভবনে উঠছেন  মালিক ও  ভাড়াটিয়ারা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার জঙ্গী আস্তানা আতিয়া মহল এখন উন্মুক্ত। পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টায় আতিয়া মহল নামের ভবনের মালিক ও ভাড়াটিয়াদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ১০দিনের অভিযান শেষে বিস্ফোরকমুক্ত করার পর গত সোমবার বিকেলে ভবনটি ক্রাইম সিন হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পুলিশ তালিকা অনুযায়ী আতিয়া মহলের ২৮ পরিবারের মধ্যে এ মালামাল হস্তান্তর প্রক্রিয়া শুরু করে। ভাড়াটিয়ারা ভবনের মালিক এবং পুলিশের উপস্থিতে ঘরে ঢুকে এমন পরিস্থিতি দেখে আঁতকে ওঠেন। ঘরে রেখে যাওয়া অধিকাংশ মালই বোমা আর গুলির আঘাতে নষ্ট হয়ে গেছে বলে দাবি করছেন ভবনের বাসিন্দারা। চারদিকে বোমা আর গুলির দাগ, গুলির খোসা পড়ে আছে ভবনের বিভিন্ন জায়গায়। অনেক ভাড়াটিয়া অভিযোগ করেছেন তাদের মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাসার সব মাল। বর্তমান পরিস্থিতিতে এই ভবনে বসবাস করা কষ্টসাধ্য মনে করে অনেক ভাড়াটিয়া ইতোমধ্যে অন্যত্র চলে গেছেন। শঙ্কা আর আতঙ্কের কারণে আতিয়া মহল ছেড়ে চলে যাবার কথা ভাবছেন বাসার অন্যান্য বাসিন্দা। উল্লেখ্য, গত ২৩ মার্চ মধ্যরাতে আতিয়া মহলে জঙ্গী আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই রাত থেকে ভবনটি ঘিরে রাখার পর ২৫ মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ নাম দিয়ে অভিযানে নামে সেনাবাহিনীর প্যারাকমান্ডো। প্রথমে আতিয়া মহলের ৩০টি ফ্ল্যাটে আটকেপড়া ২৮ টি পরিবারের ৭৮ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে শুরু হয় জঙ্গীবিরোধী অভিযান। ২৮ মার্চ অভিযান শেষে চার জঙ্গী নিহতের খবর পাওয়া যায়। ২৫ মার্চ আতিয়া মহলের বাইরে বিস্ফোরণে র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হন।
×