ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈশাখী ভাতার দাবিতে শিক্ষকদের ধর্মঘট

প্রকাশিত: ০৪:৪৭, ১২ এপ্রিল ২০১৭

বৈশাখী ভাতার দাবিতে শিক্ষকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বৈশাখী ভাতার দাবিতে রাজশাহীতে অবস্থান ধর্মঘট পালন করেছেন বেসরকারী শিক্ষকরা। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট জেলা শাখার ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে এ ধর্মঘট পালন করেন তারা। এতে জেলার নয়টি উপজেলার বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকরা সার্বজনীন বৈশাখী ভাতা না দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেছিলেন সার্বজনীন বৈশাখী ভাতা চাকরিজীবীরা পাবেন। কিন্তু সরকার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার ঘোষণা করেনি। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষা জাতীয়করণ। শিক্ষা জাতীয়করণ হলে সরকারী ও বেসরকারী শিক্ষকদের মধ্যে বিরাজমান বৈষম্য দূর হবে। তিনি আগামী দুই দিনের মধ্যে বৈশাখী ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষক নেতা আশরাফুল ইসলাম সুলতানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলার যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার, শিক্ষক নেতা আব্দুল বারি প্রমুখ।
×