ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালী ইউপি নির্বাচন ফের স্থগিত

প্রকাশিত: ০৬:১৪, ১১ এপ্রিল ২০১৭

বাঁশখালী ইউপি নির্বাচন ফের স্থগিত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১০ এপ্রিল ॥ দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর গুনে আগামী ১৬ এপ্রিল বাঁশখালীর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাঁশখালীর নির্বাচনে অভিশাপ লেগেই আছে। ধাপে ধাপে নির্বাচন স্থগিত হওয়ার পর নির্বাচন অফিস ভোট গ্রহণের লক্ষ্যে ১৬ এপ্রিল সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। এদিকে সোমবার হাইকোর্টের আদেশে আবারও তিন মাসের জন্য নির্বাচন স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশ এখনও যথাযথ কর্তৃপক্ষের কাছে না পৌঁছলেও মামলা পরিচালনাকারী ব্যারিস্টার হাছান আরিফ এ বিষয়ে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। এদিকে বার বার বাঁশখালী নির্বাচনে ভোট গ্রহণের তারিখ স্থগিত হওয়ায় প্রার্থী ও কর্মী-সমর্থকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তাছাড়া এলাকার সাধারণ জনগণ বাঁশখালী নির্বাচনকে অভিশপ্ত নির্বাচন বলে আখ্যায়িত করেছে। জানা যায়, সরল ইউনিয়নের জাফর আহমদ নির্বাচন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।
×