ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জল্লাদ প্রস্তুত মুফতি হান্নানের ফাঁসি যে কোন সময়

প্রকাশিত: ০৫:৫৮, ১১ এপ্রিল ২০১৭

জল্লাদ প্রস্তুত মুফতি হান্নানের ফাঁসি যে  কোন সময়

মশিউর রহমান ॥ ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচের কথাও সোমবার সকালেই সিনিয়র জেল সুপার দুজনকে জানিয়ে দিয়েছেন। বলে দিয়েছেন মৃতে্যুর জন্য প্রস্তুতি নিতে। সর্বশেষ সিদ্ধান্ত ও জেলকোড অনুযায়ী যে কোন দিন ফাঁসি কার্যকরের আগে বন্দী তাদের আত্মীয়দের শেষ স্বাক্ষাতের জন্য আহ্বানের চিঠিও তৈরি করে রেখেছে দুই কারা কর্তৃপক্ষ। কারাবিধি মেনে যে কোন সময় কার্যকর করা হবে ফাঁসির আদেশ। এখন শুধু অপেক্ষার পালা। এ অবস্থায় কারা কর্তৃপক্ষের সর্বোচ্চ মহলের নির্দেশের অপেক্ষায় রয়েছেন গাজীপুরে দেশের সর্বোচ্চ নিরাপত্তাসমৃদ্ধ ও সবচেয়ে বেশি ফাঁসির দ-প্রাপ্ত আসামি আটকের জন্য নির্মিত একমাত্র কেন্দ্রীয় কারাগার ‘হাই সিকিউরিটি প্রিজন্স কেন্দ্রীয় কারাগার ও সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ অবস্থায়ই ফাঁসির দড়ি মাথায় নিয়ে প্রতিনিয়ত মৃত্যুব প্রহর গুনছে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতের রায়ে ফাঁসির দ-প্রাপ্ত প্রধান ৩ আসামি মুফতি মোঃ হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপন।
×