ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বাংলাদেশ বিমান

প্রকাশিত: ০৪:১৬, ১১ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বাংলাদেশ বিমান

স্টাফ রিপোর্টার ॥ ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার আগামী ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর টাইটেল স্পন্সর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান এবং টোয়াবের মধ্যে বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৭’ স্পন্সরশিপের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিমানের পরিচালক বিপণন ও বিক্রয় মোঃ আলী আহসান বাবু এবং টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ তাদের নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমানের জি এম সৈয়দ আহসান হোসেন কাজী, জি এম আশরাফুল আলম, টোয়াবের কর্মকর্তা মোঃ তাসলিম আমীন শোভন, তানঘি আহমেদ ও রকি র‌্যানডোল্ফ্ উপস্থিত ছিলেন। টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘বিমান বাংলাদেশ ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ার ২০১৭ এ বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা এয়ারলাইন্স, ট্যুর অপারেটরস, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রাভেল ও ট্যুর সংশ্লিষ্ট সকল সংস্থা ১৫০টি স্টল এবং ৮টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন। তিনদিনের এ মেলা চলাকালে অংশগ্রহণকারী সকল সংস্থা দর্শনাথীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ এবং হ্রাসকৃত মূল্যে টিকেট ক্রয়ের সুযোগ দেবে। এ ইভেন্টে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর্যটনমন্ত্রী এবং নেপাল ও থাইল্যান্ডের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
×