ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনিয়ার সাক্ষাত

জঙ্গী দমনে হাসিনার দৃঢ় অবস্থানের প্রশংসা

প্রকাশিত: ০৮:২৮, ১০ এপ্রিল ২০১৭

 জঙ্গী দমনে হাসিনার দৃঢ় অবস্থানের প্রশংসা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গান্ধী। রবিবার বিকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন সোনিয়া। এসময় বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন তাঁরা। আধা ঘণ্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সেখানকার আলোচনা সম্পর্কে সাংবাদিকদের জানান। এ সময় উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। প্রেস সচিব ইহসানুল করিম জানান, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তাঁরা একমত বলে বৈঠকে উল্লেখ করেন সোনিয়া। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রশংসা করে তিনি বলেন, কংগ্রেস সরকারের সময়েই এই বিষয়ে উদ্যোগ নেয়া হয়। জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করে ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, শক্ত হাতেই সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করা দরকার। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্যাহ উপস্থিত ছিলেন। সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও জাতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
×